বাদল চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাদল চৌধুরী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য। চৌধুরী দক্ষিণ ত্রিপুরা জেলার হৃষ্যমুখ কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য। তিনি ২০১৩-১৮ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাজস্ব এবং গণপূর্ত মন্ত্রী ছিলেন (মানিক সরকার মন্ত্রিসভায়)।[১][২][৩]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

বাদল চৌধুরী ছাত্রাবস্থায় ছাত্র আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৬৮ সালে ১৭ বছর বয়সে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য হন। ১৯৭২-১৯৮১ সালে, তিনি সিপিআই(এম) বেলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে, তিনি সিপিআই(এম) এর রাজ্য কমিটির সদস্য হিসাবে উন্নীত হন। ১৯৭৭ সালে, চৌধুরী ১৯৯৩ সাল পর্যন্ত ত্রিপুরার আইনসভার সদস্য হিসাবে প্রথমবারের মতো নির্বাচিত হন। ২০০৮ সালে, চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shri Manik Dey"। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. Railway Minister Suresh Prabhu Flags Off Rail Line In Tripura
  3. World Bank sanctions Rs 1,376 cr for Tripura power upgradation