বট্টগ্রাম উপত্যকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাত্তাগ্রাম উপত্যকা থেকে পুনর্নির্দেশিত)

বট্টগ্রাম উপত্যকা বট্টগ্রাম জেলার একটি উপত্যকা, যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত। খাইবার পাখতুনখোয়া পূর্বে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ হিসাবে পরিচিত ছিল। বট্টগ্রাম উপত্যকা মনসেরা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এর কাছাকাছি সুন্দর উপত্যকা রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম একটি হল ওঘুজ বান্দা বট্টগ্রাম। এখানের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে -৪ ডিগ্রির মধ্যে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]