বাগবাটি ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৩০′৬″ উত্তর ৮৯°৩৬′৫৮″ পূর্ব / ২৪.৫০১৬৭° উত্তর ৮৯.৬১৬১১° পূর্ব / 24.50167; 89.61611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাগবাটী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
বাগবাটি ইউনিয়ন
ইউনিয়ন
২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদ
বাগবাটি ইউনিয়ন রাজশাহী বিভাগ-এ অবস্থিত
বাগবাটি ইউনিয়ন
বাগবাটি ইউনিয়ন
বাগবাটি ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বাগবাটি ইউনিয়ন
বাগবাটি ইউনিয়ন
বাংলাদেশে বাগবাটি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩০′৬″ উত্তর ৮৯°৩৬′৫৮″ পূর্ব / ২৪.৫০১৬৭° উত্তর ৮৯.৬১৬১১° পূর্ব / 24.50167; 89.61611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলাসিরাজগঞ্জ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ জাহাঙ্গীর আলম
আয়তন
 • মোট২৭.৮৪ বর্গকিমি (১০.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫১,৬০২
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbagbatiup.sirajganj.gov.bd
মানচিত্র
মানচিত্র

বাগবাটি ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সিরাজগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন। ১০.৭৫ বর্গ মাইলের কৃষি প্রধান এই জনপদে প্রায় সাড়ে একান্ন হাজার লোকের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান

ভূগোল[সম্পাদনা]

২৪.৪৯৭১° উত্তর অক্ষাংশ ও ৮৯.৬১৮২° দ্রাঘিমাংশে পূর্ব বাগবাটি ইউনিয়নর অবস্থান। ইউনিয়নটির আয়তন ১০.৭৫ বর্গ মাইল।[১] এর উত্তরে রতনকান্দি ইউনিয়ন, পূর্বে ছোনগাছা ইউনিয়ন, দক্ষিণে বাহুলি ইউনিয়ন এবং পশ্চিমে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের অবস্থান। ইউনিয়নটির পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। ইউনিয়নটিতে মোট ২৩ টি মৌজা ও ৩১টি গ্রাম রয়েছে। গ্রামগুলো হল:[২]

  • বৈদ্যধলডোব
  • মালীগাতী
  • সুবর্ণগাতী
  • হাসনা
  • আলোকদিয়া
  • ধলডোব
  • বাগবাটী
  • হরিনাগোপাল
  • কানগাতী
  • খোড়ারগাতী
  • গাড়ুদহ
  • চকমিরাখোর
  • পিপুলবাড়ীয়া
  • হরিপুর
  • দত্তবাড়ী পশ্চিম
  • দত্তবাড়ী পূর্ব
  • দত্তবাড়ী মধ্য
  • ঘোড়াচরা পশ্চিম
  • ঘোড়াচরা পূর্ব
  • নান্দিনা
  • পানিয়াবাড়ী
  • বেজগাতী
  • ইছামতি
  • রাজিবপুর
  • রাঙ্গালীয়াগাতী
  • চকফুলকোচা
  • পেচিবাড়ী
  • ফুলকোচা

প্রশাসন[সম্পাদনা]

বাগবাটি ইউনিয়ন পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[৩] এছাড়াও পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছেন একজন সচিব। বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ জাহাঙ্গীর আলম[৪] এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আশরাফ আলী।[৫]

বাগবাটি ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের আওতাধীন।[৬] তানভীর শাকিল জয় ২০২০ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৭]

জনসংখ্যা[সম্পাদনা]

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজনসংখ্যা±%
১৯৯১ ৩৬,৫৩১—    
২০০১ ৪৪,৫০৫+২১.৮%
২০১১ ৫১,৬০২+১৫.৯%
উৎস: বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাগবাটি ইউনিয়নর মোট জনসংখ্যা ৫১,৬০২। এর মধ্যে ২৭,১৭০ জন পুরুষ এবং ২৪,৪৩২ জন নারী।[১] ২০০১ সালে এই জনসংখ্যা ছিল ৪৪,৫০৫ জন, যার মধ্যে ২৩,৫৩২ জন ছিল পুরুষ এবং ২০,৯৭৩ জন নারী।[৮]

ইউনিয়নটিতে ভোটাধিকার প্রাপ্ত নাগরিক আছেন ৩১,৭৫৩ জন।[১]

ধর্ম[সম্পাদনা]

ইউনিয়নটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এখানে মোট ১১৫টি মসজিদ আছে। এগুলো হলো হরিনা পিপুলবাড়ীয়া জামে মসজিদ, দত্তবাড়ী জামে মসজিদ, হরিপুর জামে মসজিদ, ফুলকোচা জামে মসজিদ, বেজগাঁতী জামে মসজিদ, বাগবাটী জামে মসজিদ ইত্যাদি। মৃতদেহ দাফনের জন্য ইউনিয়নটিতে ২৩টি কবরস্থান আছে। ঈদগাহ আছে ১২টি। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে ৩টি মন্দির।[১]

অর্থনীতি[সম্পাদনা]

এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি। এখানকার ভূমি পলল সমৃদ্ধ প্লাবনভূমি, যা বেশ উর্বর ও কৃষি কাজের উপযোগী। ইউনিয়নটিতে প্রায় ২১৪০ হেক্টর আবাদি জমি রয়েছে।[১] ইউনিয়নটির পশ্চিম দিক দিয়ে বয়ে চলা ইছামতি নদী কৃষি কাজে সহায়ক ভূমিকা পালন করে। বাঙালি নদীর এই শাখানদীটি শুষ্ক মৌসুমে পুরোপুরি শুকিয়ে গেলে নদীর অঙ্গনজুড়ে সেচের মাধ্যমে চাষাবাদ করা হয়।

এছাড়া অনেকেই ব্যবসা, চাকরি, তাঁত শিল্প, কুটির শিল্প ইত্যাদির সাথে জড়িত। বাগবাটী বাজার, হরিণা বাজার প্রভৃতি হাট-বাজার এ ইউনিয়নই অবস্থিত। এর পাশাপাশি এখানে কয়েকটি ইট ভাটাও রয়েছে।

শিক্ষা[সম্পাদনা]

বাগবাটি ইউনিয়ন শিক্ষার হার ক্রমবর্ধমান। ২০০১ সালে এ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৮৮ শতাংশ থাকলেও[৮] ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯%। এখানে মোট ১৩টি সরকারি ও ১৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসা, ৩টি আলিম মাদ্রাসা এবং ৩টি দাখিল মাদ্রাসা আছে।[১] ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল:

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একনজরে- বাগবাটি ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০ 
  2. "বাগবাটি ইউনিয়নের গ্রাম সমূহ"জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০১-২৯। ২০২০-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  3. "তৃতীয় অধ্যায়: পরিষদ"স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯। আইন মন্ত্রণালয় (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০ 
  4. "বর্তমান চেয়ারম্যান- বাগবাটি ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২৯ জানুয়ারি ২০১৯। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  5. "বর্তমান সচিব - বাগবাটি ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২৯ জানুয়ারি ২০১৯। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  6. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  7. "সাহারার আসনে হাবিব, নাসিমের আসনে ছেলের জয়"jagonews24.com। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২ 
  8. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "সিরাজগঞ্জ সদর উপজেলা"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ[সম্পাদনা]