বাকির ইজ্জত বেগোভিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাকির ইজ্জত বোগোভিচ
bâːkir ǐzedbegoʋit͡ɕ
পার্টি অব ডেমোক্র্যাটিভ অ্যাকশনের প্রেসিডেন্ট
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ ফেব্রুয়ারি, ২০১৯
প্রেসিডেন্সি অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ১৪শ চেয়ারম্যান
কাজের মেয়াদ
১৭ মার্চ, ২০১৮ – ২০ নভেম্বর, ২০১৮
পূর্বসূরীড্রাগান কোভিচ
উত্তরসূরীমিলোরাদ দোদিক
কাজের মেয়াদ
১৭ মার্চ, ২০১৬ – ১৭, নভেম্বর, ২০১৬
পূর্বসূরীড্রাগান কোভিচ
উত্তরসূরীম্লাডেন ইভানিচ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-06-28) ২৮ জুন ১৯৫৬ (বয়স ৬৭)
সারায়েভো (প্রাক্তন যুগোস্লাভিয়া)
জাতীয়তাবসনীয়
রাজনৈতিক দলপার্টি অব ডেমোক্র্যাটিভ অ্যাকশন (১৯৯০–বর্তমান)
দাম্পত্য সঙ্গীসেবিজা গ্রাডেভিচ (বি. ১৯৮৩)
সন্তান
পিতামাতাআলিজা ইজ্জত বেগোভিচ (পিতা)
বাসস্থানসারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা
প্রাক্তন শিক্ষার্থীসারায়েভো বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর

বাকির ইজ্জত বোগোভিচ হলেন একজন বসনীয় রাজনীতিবিদ, যিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্সির ৬তম বসনীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পার্টি অব ডেমোক্রেটিক অ্যাকশনের বর্তমান সভাপতি এবং এর অধীনে জাতীয় সংসদের একজন সদস্য। [১] ১৯৫৬ সালে তিনি সারায়েভোতে জন্মগ্রহণ করেন। তিনি বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট আলিজা ইজজত বোগোভিচের পুত্র। [২]

বাকির ১৯৮১ সালে সারাজেভো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং পরে স্থাপত্য সংস্থাগুলিতে কাজ শুরু করেন। তিনি সারায়েভোর কনস্ট্রাকশন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কিছুসময় দায়িত্ব পালন করার পর ২০০০ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০৬ সালের সাধারণ নির্বাচনে জাতীয় সংসদে নির্বাচিত হন। ২০১০ সালের সাধারণ নির্বাচনে তিনি বসনীয় প্রেসিডেন্সির সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে চার বছর পর পুনরায় নির্বাচিত হন। প্রেসিডেন্সি সদস্য, পার্টি অফ ডেমোক্রেটিক অ্যাকশন (এসডিএ) উভয়ের সভাপতি হিসাবে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার জন্যে অনেক সাংবিধানিক সংস্কার আলোচনায় অংশ নিয়েছেন।

তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বসনিয়া ও হার্জেগোভিনা ২০১৪ সালের দক্ষিণ-পূর্ব ইউরোপের বন্যা, সেইসাথে বন্যার কয়েক মাস আগে ব্যাপক দাঙ্গার সম্মুখীন হন। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সদস্য হন। ২০০২ সালের সাধারণ নির্বাচনে তিনি আবারো বসনীয় সদস্য হিসাবে প্রেসিডেন্সির একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তিনি নির্বাচিত হননি। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনি এসডিএ'র একজন সদস্য। ২০০২ সাল থেকে পার্টির প্রেসিডেন্সির সদস্য এবং ২০১৪ সাল থেকে বাকির দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mr Bakir IZETBEGOVIĆ (Bosnia and Herzegovina, EPP/CD)" 
  2. "Bosnia and Herzegovina - Postwar, Ethnicity, Politics | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬