বাংলা দেশ – অ্যা ভয়েজ অব অ্যা নিউ ন্যাশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা দেশ – অ্যা ভয়েজ অব অ্যা নিউ ন্যাশন ছিল ১৯৭১ সালে প্রকাশিত কবিতার একটি সংকলন, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ) পশ্চিম পাকিস্তানের দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে লড়ছিল। এটি ছিল পঞ্চাশজন কবির সত্তরটি কবিতার একটি সংকলন। এই কবিতার সবগুলোই প্রীতিশ নন্দী কর্তৃক বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ক্রেডিট পেজে বলা হয়েছে, 'এই বইটির বিক্রি থেকে অনুবাদকের রয়্যালটি বাংলা দেশ সহায়তা তহবিলে দান করা হবে'। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

বইটি প্রকাশ করেছে ডায়ালগ পাবলিকেশন্স, কলকাতা। সংকলনটির প্রচ্ছদ ডিজাইন করেছেন ধুঞ্জি ও অনিল সাহাফোর। শম্ভু সাহার তোলা একটি ছবি ব্যবহার করা হয়েছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছিল পঞ্চাশ টাকা বা মার্কিন ডলার ৩। প্রিন্টারের লাইনটি নিম্নরূপ উল্লেখ করা হয়েছে: "সাজেদা আসাদ কর্তৃক ডায়ালগ প্রকাশনাতে প্রকাশিত ৫ পার্ল রোড, কলকাতা ১৭, ভারত থেকে প্রকাশনা এবং তার দ্বারা মুদ্রণিকা, ২৯/৩ নির্মল চন্দর স্ট্রীট, কলকাতায় মুদ্রিত, ক্যামিও (প্রাইভেট) লিমিটেডের প্রচ্ছদ। উল্লেখ্য, 'বাংলাদেশ' (এক শব্দ) 'বাংলাদেশ' (দুই শব্দ) হিসেবে লেখা হয়েছিল।

কবি ও কবিতার তালিকা[সম্পাদনা]

  • আব্দুল গনি হাজারী :২১ ফেব্রুয়ারি, দ্য হার্ট অফ দা সাহেব।
  • আব্দুল মান্নান সায়াদ :দ্য রোড।
  • আবু বকর সিদ্দিক :দ্য সং অফ দ্য ম্যান।
  • আবু হেনা মোস্তফা কামাল :মায় ট্রুথ, দিস ল্যান্ড।
  • আবুল হাসান :মায় প্রবলেমস।
  • আবু জাফর ওবায়দুল্লাহ :দ্য গার্ল।
  • আবুল আহসান চৌধুরী বাংলাদেশ :মায় বাংলাদেশ, ফর টুমোরো।
  • আবু হুসাইন :দ্য সিভিক অ্যাড্রেস।
  • আহমদ মনসুর :এ ডেইলি সিন।
  • আহসান হাবীব ? ? ?
  • আখতার-উল-আলম:দ্য ডায়েরি দ্যাট আই হ্যাভ মিসপ্লেসড।
  • আল মাহমুদ :ইন দ্য ডার্ক ওয়ান ডে, কনসলেশন।
  • আল মুজাহিদী :দ্য সং অফ দ্য পিপল।
  • আলাউদ্দিন আল আজাদ ধারাবাহিকতা, হোয়াট রেমেইনড।
  • আনিসুজ্জামান :দে।
  • আসাদ চৌধুরী :আই অ্যাম এ কাওয়ার্ড।
  • বেগম সুফিয়া কামাল :আউয়ার ল্যাঙ্গুয়েজ: দ্য ল্যাঙ্গুয়েজ অফ বাংলা ;৮ই ফাল্গুন
  • বুরহানউদ্দিন খান জাহাগীর :দ্য ক্লিয়ার রুট।
  • দাউদ হায়দার ওয়ান ডে নো অন সেয়াল রেকোগনাইজ দ্য আদার।
  • দিলওয়ার আ ফিস্টফুল অফ সানসাইন।
  • ফজল শাহাবুদ্দিন :এ পোয়েম ফর এ গার্ল।
  • হাসান হাফিজুর রনমান :দ্য ইম্মরটাল ২১ ফেব্রুয়ারি, এ ফেস ইন দ্য প্রসেশন।
  • হায়াৎ মাহমুদ :এ ডেইলি সিন।
  • হুমায়ুন আজাদ :ব্লাড ব্যাঙ্ক
  • জসীমউদ্দীন :সং অফ দা টুয়েন্টিফার্স্ট।
  • কায়সুল হক কৃষ্ণচূড়া, অন এ ব্রাঞ্চ ওফ ইন্টেন্স ডিসায়ার।
  • লতিফা হিলালী :হোয়ার দা স্কাইস আর।
  • মনজুরে মওলা :দা নাইট অফ প্রয়ার।
  • মকিদ হায়দার :এই সেয়াল গো।
  • মাশুকুর রহমান চৌধুরী :এ পোয়েম।
  • মোহাম্মদ মনিরুজ্জামান :ট্রানসিয়েন্ট বিউটি, দা লাভ লেটার।
  • মুহাম্মদ সাহেদ আলী :দা ব্লিডিং রোজ।
  • মতিউল ইসলাম :ডটার অফ দা সয়েল।
  • মতিউর রহমান :অনাউন্সিং মাইসেলফ।
  • মোর্শেদ শফিউল হাসান :ইন মায় মাদার্স আই।
  • নাজিম মাহমুদ :নট পিস - স্ট্রাগল।
  • নির্মলেন্দু গুন :মায় রোল।
  • নিয়ামত হোসেন :রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ওমর আলী :অন ডে এ ম্যান, এ লোনলি ম্যান , দা বোল্ডার এন্ড মায় লাভ।
  • রফিক আজাদ :দা পোয়েট।
  • সালেহ আহমদ :আই নো দা মাউন্টেইন অ্যান্ড দা সি।
  • সানাউল হক :দিস ইজ দা পিস উই হ্যাভ শেয়ারড, ভিক্টরি ইজ মাইন, ইফ ইউ হ্যাড দা উইংস অফ এ বাটারফ্লাই।
  • শাহাদাত হোসেন বুলবুল :হোয় ডাস দা সান উইপ?
  • শহীদ কাদরী :বিলাভড অ্যাট ইচ আদার, অ্যান্ড ইলিউশন।
  • শহীদুল্লাহ কায়সার :টু দ্য মাদার অফ এ মার্টার।
  • শামসুর রাহমান :এ সিলভার শোয়ার, প্রেজুডিস, টু দ্য লর্ড , দ্য ফ্লেম, পেইন অ্যান্ড ডেথ এনিভর্সারি।
  • সিকান্দার আবু জাফর :আই ওয়াচ দ্য পিপল, দিস স্ট্রাগল শ্যাল গো অন।
  • সৈয়দ আলী আহসান :এ পোয়েম অ্যান্ড সাডেনলি সারপ্রাইজড।
  • সৈয়দ শামসুল হক :মাদার এন্ড টু পিপুল।
  • জিয়া হায়দার :রবীন্দ্রনাথ ঠাকুর।