বাংলাদেশ রেলওয়ে ক্লাস ৬৫০০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ রেলওয়ে ক্লাস ৬৫০০
লোকোমোটিভ ৬৫১০
ধরন ও উদ্ভব
শক্তির ধরনডিজেল-বৈদ্যুতিক
নির্মাণকারীডিজেল লোকোমোটিভ ওয়ার্কস
মোট উৎপাদনবিইডি-৩০: ২৬
বিইডি-৩৩: ৩০
সবিস্তার বিবরণী
গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
জ্বালানির ধরনডিজেল
সঞ্চালনডিজেল-বৈদ্যুতিক
কার্যক্ষমতা
সর্বোচ্চ গতিবিইডি-৩৩: ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৭৫ মাইল প্রতি ঘণ্টা)
পাওয়ার আউটপুটবিইডি-৩০: ৩,১০০ অশ্বশক্তি (২,৩০০ কিলোওয়াট)
বিইডি-৩৩: ৩,৩০০ অশ্বশক্তি (২,৫০০ কিলোওয়াট)
কার্যকাল
পরিচালকবিইডি-৩০: পশ্চিমাঞ্চল
বর্তমান মালিকবাংলাদেশ রেলওয়ে
বিলিব্যবস্থাসক্রিয়

বাংলাদেশ রেলওয়ে ক্লাস ৬৫০০ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের ব্রড-গেজ (১৬৭৬ মিমি) ডিজেল-বৈদ্যুতিক লোকোমোটিভের একটি শ্রেণী।[১] এ শ্রেণীর লোকোমোটিভ ভারতের ডিজেল লোকোমোটিভ প্রস্তুতকারক ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস (সংক্ষেপে ডিএলডব্লিউ) উৎপাদন করে।[১] ২০২৩ সাল অব্দি এ শ্রেণীর মোট ৫৬টি লোকোমোটিভ রয়েছে।

বিইডি-৩০[সম্পাদনা]

প্রথম ১০টি লোকোমোটিভ ২০১২ সালে বাংলাদেশে আসে, এবং পরের ১৬টি ২০১৩–২০১৪ সালে আসে।[১] ২০১৭ সাল অব্দি এই ২৬টি লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে।[২] এদের শ্রেণী-নাম বিইডি-৩০[২] এদের ক্ষমতা ৩১০০ অশ্বশক্তি।[১]

বিইডি-৩৩[সম্পাদনা]

২০২০ সালের ২৭শে জুলাই ডব্লিউডিএম-৩ডি মডেলের ১০টি লোকোমোটিভ রেল বহরে যুক্ত হয় এবং পরবর্তীতে আরো ২০ টি যুক্ত হয় ।[৩] এদের ক্ষমতা ৩৩০০ অশ্বশক্তি এবং এদের অর্থনৈতিক আয়ুষ্কাল ২৮ বছর বা তারও বেশি।[৪] এদের শ্রেণী-নাম বিইডি-৩৩। এরা ১২০ কিমি/ঘণ্টা গতিতে চলার উপযোগী।[৪] এদেরকে যাত্রীবাহী ও মালবাহী উভয় ধরনের ট্রেনে ব্যবহার করার উপযোগী করে তৈরি করা হয়েছে।[৪] এদের সাথে মাইক্রোপ্রসেসর-নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।[৪] বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ উচ্চতা সীমাবদ্ধতার সাথে মিল রেখে এই লোকোগুলোর উচ্চতা রুপান্তর করা হয়েছে।[৪]

গ্যালারি[সম্পাদনা]

বিইডি-৩০[সম্পাদনা]

বিইডি-৩৩[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DLW bags order for 16 locomotives from Bangladesh Railways"Global Rail News। ২০১২-০৮-২৮। ২০১৭-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  2. "Final Report on Rolling Stock Maintenance" [রোলিং স্টক রক্ষণাবেক্ষণের ওপর চূড়ান্ত প্রতিবেদন] (পিডিএফ)এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-২১। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  3. "Bangladesh locomotive handover"Railway Gazette। ২০২০-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  4. "India to handover 10 broad-gauge locos to B'desh"The Week। ২০২০-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে Category:Bangladesh Railway Class 6500 সম্পর্কিত মিডিয়া দেখুন।