বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দল
অবয়ব
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | আকবর আলী |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৮৯ |
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে থাকে। দলটির ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯-এ খেলার মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটবে এবং দলটি টোয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ ২০১৮-১৯-এ খেলার মাধ্যমে।[১] আশির দশক থেকে দলটি বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে খেলে আসছে।[২] দলটি তাদের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে সুপার ওভারে হারায়।[২]
টুয়েন্টি ২০ রেকর্ড
[সম্পাদনা]- ২০১৮-১৯ : ২ ম্যাচে ১ জয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Abahani pitted in tough group in DPL T20"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ "Bangladesh Krira Shikkha Protisthan"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯। (সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য))।