বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
সভাপতিরাশেদ খান মেনন
সাধারণ সম্পাদকফজলে হোসেন বাদশা
প্রতিষ্ঠা১৯৮০
সদর দপ্তর৩১/এফ, তোপখানা রোড, ঢাকা - ১০০০[১]
ভাবাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ-লেনিনবাদ
রাজনৈতিক অবস্থানবামপন্থী
আন্তর্জাতিক অধিভুক্তিInternational Conference of Marxist-Leninist Parties and Organizations (ICMLPO)
আনুষ্ঠানিক রঙলাল

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাম্যবাদী ভাবধারার এই দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং অন্য একটি গ্রুপ থেকে ১৯৮০ সালে গঠিত হয়। অমল সেন ছিলেন এটির প্রতিষ্ঠাতা মহাসচিব।[২]

১৯৮৪ সালে এই দলটি দুটি ভাগে বিভক্ত হয় এবং দুই পক্ষই একই নাম ব্যবহার করতে থাকে। একটি গ্রুপের নেতৃত্ব দেন অমল সেন এবং অন্য গ্রুপের নজরুল ইসলাম। বর্তমান সভাপতি রাশেদ খান মেনন অন্য একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। ১৯৯২ সালে দলটি পুনরায় একত্রিত হয়।

এই দলটি বর্তমান ক্ষমতাসীন ১৪ দলীয় মহাজোটের একটি অংশ।[৩]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগী শ্রেণি ও গণসংগঠনসমূহ হচ্ছে
  • বাংলাদেশ ছাত্র মৈত্রী,
  • বাংলাদেশ যুবমৈত্রী,
  • জাতীয় শ্রমিক ফেডারেশন
  • জাতীয় কৃষক সমিতি
  • বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন
  • নারী মুক্তি সংসদ
  • 'মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি'
  • সাপ্তাহিক 'নতুন কথা
  • জোট ১৪ দলীয় জোট

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Election Commission - Home page"। Ecs.gov.bd। ২০১২-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৪ 
  2. "Death anniv of Amal Sen today"। Newagebd.com। ২০১৪-০১-১৭। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৪ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৪