বাংলাদেশ–মিয়ানমার সম্পর্ক
(বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)
![]() | |
![]() বাংলাদেশ |
![]() মিয়ানমার |
---|
বর্মী সামরিক জান্তার অধীনে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ মিয়ানমার-এর মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক ছিল, যদিও বাংলাদেশে ১২০০০০০ হাজারেরও বেশি রোহিঙ্গা উদ্বাস্তুদের উপস্থিতি প্রধান সমস্যা হিসেবে কাজ করছে। মায়ানমারের গণতন্ত্রের সংগ্রামের জন্য বাংলাদেশের সুশীল সমাজ ও রাজনৈতিক শ্রেণী প্রায় সময়ই সংহতি প্রকাশ করে এসেছে। তবে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ মায়ানমারের সাথে বাণিজ্য, সড়ক ও রেল নেটওয়ার্কের আরও উন্নতি করতে চায়।[১]
২০১৬ সালের ডিসেম্বরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বরাতে জানানো হয় যে বঙ্গোপসাগরে চারজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের নৌবাহিনী গুলি করে হত্যা করে।[২]
বাণিজ্যিক সম্পর্ক[সম্পাদনা]
কূটনৈতিক সম্পর্ক[সম্পাদনা]
ত্রুটি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Background Note: Bangladesh"। Background notes। U.S. Department of State। ২২ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১০।
- ↑ Lee, Yimou (ডিসেম্বর ২৮, ২০১৬)। Pitchford, Ruth, সম্পাদক। "Bangladesh border guard protests after Myanmar navy fires at its fishing boat"। Reuters। ডিসেম্বর ২৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।