বাংলাদেশ–পবিত্র আসন সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশ-পবিত্র আসন সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ-পবিত্র আসন সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Holy See অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

পবিত্র আসন

বাংলাদেশ-পবিত্র আসন সম্পর্ক হল বাংলাদেশপবিত্র আসনের মধ্যেকার বিদেশী সম্পর্ক। পবিত্র আসনে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত রয়েছে (মো আব্দুল হান্নান ডিসেম্বর ২০০৯ হিসাবে),[১] অন্যদিকে ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় পবিত্র আসনের একটি ন্যানসিচার রয়েছে। জুলাই ২০১৩ সাল থেকে আর্চবিশপ জর্জ কোচারি বাংলাদেশের অ্যাপোস্টোলিক নুনসিও হিসেবে আছেন।

তিনজন পোপ বাংলাদেশ সফর করেছেন: ১৯৭০ সালের নভেম্বরে পোপ ষষ্ঠ পিয়াস (তৎকালীন পূর্ব পাকিস্তান), ১৯৮৬ সালের নভেম্বরে পোপ জন পল দ্বিতীয় এবং নভেম্বরে ২০১৭ সালে পোপ ফ্রান্সিস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ভ্যাটিকান সফর করেছেন। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Address to the new Ambassador of the People's Republic of Bangladesh to the Holy See"। Vatican.va। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]