বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ
বইয়ের প্রচ্ছদ
লেখকখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
দেশবাংলাদেশ
বিষয়ইসলামি অর্থনীতি, ফলসের যাকাত ব্যবস্থাপনা
প্রকাশিত২০০৩
প্রকাশকআস-সুন্নাহ পাবলিকেশন্স
মিডিয়া ধরনশক্তমলাট, পিডিএফ
পৃষ্ঠাসংখ্যা২৪০

বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত একটি ইসলামি অর্থনীতি সংক্রান্ত মূল্যবান বই।[১] বইটি ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল আলিয়া মাদ্রাসার স্নাতক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে।[২][৩] বইটি ২০০৩ সালে আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয়েছিলো[৪], এবং ২০০৯ সালে বইটির ২য় সংস্করণ প্রকাশিত হয়।[৫]

বিষয়বস্তু[সম্পাদনা]

বইটিতে ১৫টি অধ্যায় রয়েছে, সেগুলোতে বিস্তারিতভাবে উশর ও ফসলের যাকাত হিসাব তুলে ধরা হয়েছে, ইসলামের বিধি-বিধান তুলে ধরা হয়েছে। আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত ২য় সংস্করণ বইটিতে বইটিতে ২৪০টি পৃষ্ঠা রয়েছে।[৫] বইটির অধ্যায় ক্রমানুসারে দেখুন:

  • ১ম অধ্যায়: আরকানুল ইসলাম ও যাকাত (৭টি উপঅধ্যায়)
  • ২য় অধ্যায়: উশর ও ফসলের যাকাত (৮টি উপঅধ্যায়)
  • ৩য় অধ্যায়: ইসলামি খারাজ ব্যবস্থা (৯টি উপঅধ্যায়)
  • ৪র্থ অধ্যায়: উশরি ও খারাজি ভূমির উশরের বিধান (১৪টি উপঅধ্যায়)
  • ৫ম অধ্যায়: উপসংহার (১৪টি উপঅধ্যায়)

আলোচ্য বিষয়[সম্পাদনা]

বইটিতে বাংলাদেশের পরিবেশে উশর বা ফসলের যাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটির প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে যাকাতের গুরুত্ব; দ্বিতীয় অধ্যায়ে উশরের পরিচয় ও পরিমাণ; তৃতীয় অধ্যায়ে ইসলামি খারাজ ব্যবস্থা এবং চতুর্থ অধ্যায়ে উশরি ও খারাজি ভূমির উশরের বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে ফসলের যাকাত হিসাব করে দেখানো হয়েছে।

বইটি লেখার সময় তিনি হিসাবের জন্য হিসাববিজ্ঞানের একজন অধ্যাপক ও একজন অতিরিক্ত জেলা প্রশাসকের সহায়তা নিয়েছেন। এছাড়াও “দারিদ্র বিমোচনে উশর” শিরোনামে উশর প্রয়োগের একটি বাস্তব উদাহারণ নামে একটি প্রবন্ধধর্মী লেখা রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মো ইব্রাহিম, আবু আইউব। "কুরআন সুন্নাহের আলোকে জাকাত ব্যবস্থা:পরিপ্রেক্ষিতে বাংলাদেশ" (পিডিএফ)বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট। পিএইচডি গবেষণাপত্র। ৯৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২১ 
  2. সিলেবাস, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ (২০১৫)। علوم الحديث ( Course: 325 and 315 ) المصادر والمراجع (আরবি ভাষায়)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ। পৃষ্ঠা ৭১, ৮০। 
  3. সিলেবাস, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ (২০১৮)। الاقتصاد والاقتصاد الإسلامي, Course : 202106 - Economics and Islamic Economics [অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি] (পিডিএফ) (আরবি ভাষায়)। ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা 20। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  4. "বাংলাদেশে উশর বা ফসলের যাকাত গুরুত্ব ও প্রয়োগ"কিতাবঘর ডট কম। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  5. "বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর"www.rokomari.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১