বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র
লেখক
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
ধরনমানবতা বিরোধী অপরাধ, দালিলিক প্রমাণ গ্রন্থ
প্রকাশকগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রকাশনার তারিখ
১৯৭৮
মিডিয়া ধরনমুদ্রিত (কম্পিউটার কম্পোজ)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র একটি প্রামাণিক গ্রন্থ যা ১৯৭১ সালে এদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সংগঠিত বিভিন্ন ঘটনার বিস্তারিত তথ্যভান্ডার হিসাবে স্বীকৃত।

সজ্জ্বা[সম্পাদনা]

এই বিশালাকার গ্রন্থটি মোট ১৬টি খণ্ডে প্রকাশিত হওয়ার কথা থাকলেও ১৫ খন্ড প্রকাশিত হয়েছে। এই ১৫টি খণ্ডে রয়েছেঃ

  • প্রথমখন্ড: পটভূমি (১৯০৫-১৯৫৮);
  • দ্বিতীয় খন্ড: পটভূমি (১৯৫৮-১৯৭১);
  • তৃতীয় খন্ড: মুজিবনগর: প্রশাসন;
  • চতুর্থ খন্ড: মুজিবনগর: প্রবাসী বাঙালিদের তৎপরতা;
  • পঞ্চম খন্ড: মুজিবনগর: বেতার মাধ্যম;
  • ষষ্ঠ খন্ড: মুজিবনগর: গণমাধ্যম;
  • সপ্তম খন্ড: পাকিস্তানি দলিলপত্র (সরকারি ও বেসরকারি);
  • অষ্টম খন্ড: গণহত্যা, শরণার্থী শিবির ও প্রাথমিক ঘটনা;
  • নবম খন্ড: সশস্ত্র সংগ্রাম (১);
  • দশম খন্ড: সশস্ত্র সংগ্রাম (২);
  • একাদশ খন্ড: সশস্ত্র সংগ্রাম (৩);
  • দ্বাদশ খন্ড: বিদেশি প্রতিক্রিয়া, ভারত;
  • ত্রয়োদশ খন্ড: বিদেশি প্রতিক্রিয়া: জাতিসংঘ ও বিদেশি রাষ্ট্র;
  • চতুর্দশ খন্ড: বিশ্ব জনমত;
  • পঞ্চদশ খন্ড: সাক্ষাৎকার।

এবং অপ্রকাশিত খন্ডটিতে অন্তর্ভুক্ত থাকবে -

  • ষোড়শ খন্ড: কালপঞ্জী, গ্রন্থপঞ্জি ও নির্ঘণ্ট।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]