বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (দত্ত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী)
সংক্ষেপেবিএসডি-এমএল
নেতাঅজয় দত্ত
প্রতিষ্ঠাতাসুখেন্দু দস্তিদার
প্রতিষ্ঠা১৯৬৭; ৫৭ বছর আগে (1967)
বিভক্তিবাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী)
সংবাদপত্রপর্যাস
ভাবাদর্শসাম্যবাদ
মার্কসবাদ-লেনিনবাদ
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) হচ্ছে অজয় দত্ত পরিচালিত বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি একটি গোপন রাজনৈতিক দল।[১] দলটি পর্যাস নামে একটি পত্রিকা প্রকাশ করে[১] এবং দলটি বিপ্লবী আন্তর্জাতিক আন্দোলন এবং কম্পোসার সাথে সম্পৃক্ত।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৬ সনে পার্টির প্লেনাম অনুষ্ঠিত হয়। এতে পার্টিকে গোপন রেখে একটি অংশকে প্রকাশ্য কাজের সুযোগ গ্রহণের জন্য চালিত করা হয়। সেই প্রেক্ষিতে ননী গোপাল দত্ত, অন্য দুটি ছদ্মনাম হচ্ছে অজয় দত্ত ও মোস্তাক, কিছুকাল পার্টির সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সনে দলের চতুর্থ কংগ্রেসে দত্ত ও তার অনুসারীরা যোগদানে বিরত থাকলে দলে ভাঙন দেখা দেয় এবং নতুন আরেকটি দল বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া) গড়ে ওঠে।[৩] নগেন সরকার ও ননী গোপাল দত্তের মৃত্যুর পরে দল প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৪ 
  2. http://www.archivesolidaire.org/scripts/article.phtml?section=A3AAABAA&obid=11426
  3. জয়নাল আবেদীন, উপমহাদেশের জাতীয়তাবাদী ও বামধারার রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ; বাংলাপ্রকাশ, ঢাকা; ফেব্রুয়ারি, ২০১৩, পৃষ্ঠা-৩৯০।