বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৯৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৯৬ সালের বাংলাদেশী রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই ২৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতাসীন দল দ্বারা মনোনীত হয়ে নির্বাচিত হয়েছিলেন। [][] তার শপথ গ্রহণের অনুষ্ঠানটি ৯ই অক্টোবর, ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি তার স্থলে একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে পদে অধিষ্ঠিত করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Special Remembrance: Justice Shahabuddin Ahmed"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮
  2. "Political developments and political violence" (পিডিএফ)www.justice.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮
  3. কাজী এবাদুল হক এবং হেলাল উদ্দিন আহমদ (২০১২)। "আহমদ, বিচারপতি শাহাবুদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M