বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশল কলেজ তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের টেক্সটাইল খাত অন্যতম প্রধান শিল্প হিসেবে স্বীকৃত, যা দেশের অর্থনীতি, রপ্তানি এবং কর্মসংস্থানের ওপর বিশাল প্রভাব ফেলে।দেশের এই গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল তৈরির জন্য বাংলাদেশে বেশ কিছু সরকারি/বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে।তন্মধ্যে কিছু কলেজ শুধুমাত্র ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীদের জন্য।এসকল শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হয়।

পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

[সম্পাদনা]
বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশকৃত ‍শিক্ষার্থীদের জন্য
ক্রমিক নং প্রতিষ্ঠানের নাম সংক্ষিপ্ত নাম অধিভুক্তি কতৃক পরিচালিত
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম CTEC[] বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়[] বস্ত্র ও পাট মন্ত্রণালয়

এর বস্ত্র অধিদপ্তর[]

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ PTEC[]
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী TECN[]
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ BTEC
ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ JTEC
রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ RTEC
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ GTEC
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ JTEC
মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ MTEC
১০ সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ STEC
ডিপ্লোমা টেক্সটাইল ইন্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীদের জন্য
ক্রমিক নং প্রতিষ্ঠানের নাম সংক্ষিপ্ত নাম অধিভুক্তি কতৃক পরিচালিত
টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়

এর বস্ত্র অধিদপ্তর []

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী BHETI[] বাংলাদেশ তাঁত বোর্ড

বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

[সম্পাদনা]

বাংলাদেশে প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকৌশলী তৈরির প্রয়োজনীয়তা অপরিসীম। এ লক্ষ্যেই দেশে বেশ কিছু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার ওপর উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এসব প্রতিষ্ঠান শুধু প্রযুক্তিগত দক্ষতা বাড়াচ্ছে না, বরং দেশের শিল্প, অবকাঠামো ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।এই কলেজগুলোতে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশকৃত ‍শিক্ষার্থীদের জন্য
ক্রমিক নং প্রতিষ্ঠানের নাম সংক্ষিপ্ত নাম অধিভুক্তি
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট NITER[] ঢাকা বিশ্ববিদ্যালয়[]
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ STEC[১০]
টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুরা TEC[১১] রাজশাহী বিশ্ববিদ্যালয়[]
ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং,খুলনা নেই[১২]
বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় , যশোর নেই[১৩]
চিটাগাং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি CIET[১৪] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়[১৫]
চিটাগাং ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজ CNEC[১৬]
এন আই টি ইঞ্জিনিয়ারিং কলেজ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম"ctec.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  2. "Affiliated Colleges of Bangladesh University of Textiles - BUTEX"www.butex.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  3. "বস্ত্র অধিদপ্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"dot.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  4. "পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ"ptec.college.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  5. "Welcome to nginx!"tecn.portal.gov.bd। ২০২৫-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  6. "বস্ত্র অধিদপ্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"dot.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  7. "বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট"bheti.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  8. "NITER"niter.edu.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  9. "প্রথম আলো | বাংলা নিউজ পেপার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  10. "Shyamoli Textile Engineering College - Constituent Colleges / Institutes under Dhaka University"stec.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  11. "TMSS Engineering College"www.tec.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  12. "Imperial College of Engineering"demo-ice-web-fahim.netlify.app (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  13. "BCMC College of Engineering & Technology" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  14. "Chittagong Institute of Engineering & Technology | CIET" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  15. "University of Chittagong – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  16. "Home | Chittagong National Engineering College | CNEC"www.cnec.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪