বিষয়বস্তুতে চলুন

বলাকা সিনেওয়ার্ল্ড

স্থানাঙ্ক: ২৩°৪৪′০০″ উত্তর ৯০°২৩′০৬″ পূর্ব / ২৩.৭৩৩৪১৪৯° উত্তর ৯০.৩৮৫১১৮৯° পূর্ব / 23.7334149; 90.3851189
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলাকা
মানচিত্র
পূর্ণ নামবলাকা সিনেওয়ার্ল্ড
ঠিকানানিউ মার্কেট, মিরপুর সড়ক
ঢাকা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৪′০০″ উত্তর ৯০°২৩′০৬″ পূর্ব / ২৩.৭৩৩৪১৪৯° উত্তর ৯০.৩৮৫১১৮৯° পূর্ব / 23.7334149; 90.3851189
মালিকহাসান মুভিজ লিমিটেড
ধরনচলচ্চিত্র প্রেক্ষাগৃহ
ধারণক্ষমতা১০১১
পর্দা
নির্মাণ
উদ্বোধন২৭ আগস্ট ১৯৫১ (1951-08-27)
বন্ধ২০ মার্চ ২০২০ (2020-03-20)
পুনঃউদ্বোধন২৯ সেপ্টেম্বর ২০২২ (2022-09-29)

বলাকা বা বলাকা সিনেমা হল (আনুষ্ঠানিক নাম বলাকা সিনেওয়ার্ল্ড) বাংলাদেশের ঢাকা নিউ মার্কেটে অবস্থিত একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ[] দেশের অন্যতম প্রাচীন সিনেমা হল বলাকা সিনেওয়ার্ল্ড কোভিড-১৯ মহামারীর জন্য ২০ মার্চ ২০২০ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল,[] যা ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে পুনরায় চালু করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]
১৯৭৫ সালে বলাকা

বলাকা সিনেওয়ার্ল্ড পাকিস্তান অধিরাজ্য প্রতিষ্ঠার পাঁচ বছর পর ১৯৫১ সালের ২৭ আগস্ট তারিখে পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় এম এ হাসান[] দ্বারা প্রতিষ্ঠিত হয়।[] ১৯৭০-এর দশকে হাসানের মৃত্যুর পর, প্রেক্ষাগৃহটি তার উত্তরাধিকারীদের দ্বারা মালিকানাধীন ছিল এবং তাদের দ্বারা পরিচালিত হত।[] ১৯৮৫ সালে বলাকা সিনেওয়ার্ল্ডের একটি শাখা বলাকা-২ প্রতিষ্ঠিত হয়। বলাকাকে ২০০১ সালে প্রথম আধুনিকীকরণ করা হয়। ২০১৫ সালে গ্রাহকের অভাবে দ্বিতীয় বলাকা বন্ধ হয়ে যায়। দেশে প্রথম বলাকা সিনেওয়ার্ল্ডে ডিজিটাল টিউনিং ব্যবস্থা চালু হয়।[] ৭ নভেম্বর ২০১৯-এ হাসান মুভিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান আলী ইমামের মৃত্যুর পর, সিনেমা হলের মালিকানা নিয়ে তার দুই স্ত্রী ও সন্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এমন পরিস্থিতিতে ইমামের মেয়ের জামাতা মোহাম্মদ হোসেনকে সিনেমা হল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বলাকা সিনেওয়ার্ল্ড কোভিড-১৯ মহামারীর কারণে ২০ মার্চ ২০২০ সালে বন্ধ হয়ে যায়। লকডাউনের সময় ৳৩০ লাখ আর্থিক ক্ষতি ও প্রেক্ষাগৃহের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার কারণে বলাকা চালু করা যায়নি।[]

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

চলচ্চিত্র প্রেক্ষাগৃহটিতে বর্তমানে ১০১১টি আসন রয়েছে।[] এখানে প্রতিদিন চারটি শো অনুষ্ঠিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৬২ বছরে পদার্পণ করল বলাকা সিনেওয়ার্ল্ড"দৈনিক ইনকিলাব। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  2. "অভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি বলাকা"সারাবাংলা.নেট। ২৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  3. "৬৫ বছরে বলাকা সিনেওয়ার্ল্ড"বাংলা ট্রিবিউন। ২৮ আগস্ট ২০১৬। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  4. আফিন, সুহাদা (৩ সেপ্টেম্বর ২০১৬)। "এখনো দর্শক ধরে রেখেছে বলাকা সিনেমা হল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  5. "সংস্কার হচ্ছে বলাকা সিনেমা হল"চ্যানেল আই। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২