বিষয়বস্তুতে চলুন

বর্ষা ভোঁসলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বর্ষা ভোঁসলে
জন্ম১৯৫৬
নাগপুর, ভারত
মৃত্যু৮ অক্টোবর ২০১২(2012-10-08) (বয়স ৫৫–৫৬)
মুম্বই, মহারাষ্ট্র, ভারত
মাতৃশিক্ষায়তনএলফিনস্টোন কলেজ
পেশা
  • গায়িকা
  • কলামিস্ট
দাম্পত্য সঙ্গীহেমন্ত কেনক্রে (–১৯৯৮)
পিতা-মাতা
পরিবারমঙ্গেশকর পরিবার এবং মানিক্য রাজবংশ (শ্বশুরবাড়ি)

বর্ষা ভোঁসলে (১৯৫৬ – ৮ অক্টোবর ২০১২) ছিলেন ভারতের একজন গায়িকা, সাংবাদিক ও লেখিকা। তিনি মুম্বই-ভিত্তিক ছিলেন এবং কিংবদন্তি নেপথ্য গায়িকা আশা ভোঁসলে-র কন্যা।[]

পেশাগত জীবন

[সম্পাদনা]

বর্ষা পেশাদার হিন্দি ও ভোজপুরি নেপথ্য গায়িকা ছিলেন এবং তাঁর মায়ের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছেন। তিনি মুম্বইয়ের পেডার রোড-এ অবস্থিত হিল গ্র্যাঞ্জ হাই স্কুল থেকে ১৯৭৩ সালে আইএসসি পাশ করেন।[] তিনি মুম্বইয়ের বোম্বে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এলফিনস্টোন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।[]

তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারতীয় ওয়েব পোর্টাল রেডিফ-এর জন্য কলাম লিখেছেন;[] ১৯৯৪ থেকে ১৯৯৮ সালের মধ্যে সানডে অবজারভার-এর জন্য এবং ১৯৯৩ সালে জেন্টলম্যান পত্রিকার জন্যও কলাম লিখেছেন।[] এছাড়াও, টাইমস অফ ইন্ডিয়া এবং পুলিশ ম্যাগাজিন রক্ষক – দ্য প্রটেক্টর-এও কিছু লেখা প্রকাশ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি মুম্বইয়ে তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন। বর্ষার বিয়ে হয়েছিল ক্রীড়া সাংবাদিক ও জনসংযোগ পেশাজীবী হেমন্ত কেনক্রের সঙ্গে; তবে ১৯৯৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁর দীর্ঘদিনের বিষণ্ণতার ইতিহাস ছিল, যা এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর পর আরও প্রকট হয়। তিনি মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি ওষুধের অতিমাত্রা সেবনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেন এবং মুম্বইয়ের জসলোক হাসপাতালে ভর্তি হন।[][] ২০১২ সালের ৮ অক্টোবর বর্ষা মুম্বইয়ের প্রভু কুঞ্জ বাসভবনে আত্মহত্যা করেন।[] তাঁর মায়ের চালক ও গৃহকর্মী বাড়ির সোফায় রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ আবিষ্কার করেন।[][][] মুম্বই পুলিশ পরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিজের মাথায় গুলি করেছিলেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "আশা ভোঁসলের কন্যা বর্ষা কেন আত্মহত্যা করলেন? পুলিশও বিভ্রান্ত"ইন্ডিয়া টুডে। ৮ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  2. 1 2 3 "বর্ষা ভোঁসলে: আশা ভোঁসলের কন্যার বিপর্যস্ত জীবন – টাইমস অফ ইন্ডিয়া"টাইমস অফ ইন্ডিয়া/মুম্বই মিরর। ৮ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  3. বর্ষা ভোঁসলের রেডিফে প্রকাশিত নিবন্ধের সংরক্ষণাগার সংগ্রহ করা হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০১২।
  4. "আশার কন্যা বর্ষা ওষুধের ওভারডোজে হাসপাতালে"মিড-ডে। ১০ সেপ্টেম্বর ২০০৮। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  5. 1 2 3 "'গৌতমের মৃত্যু আশার কন্যা বর্ষাকে বিষণ্ণ করে তোলে'"www.santabanta.com। ৯ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  6. মতিন হাফিজ; ভারতী দুবে (৮ অক্টোবর ২০১২)। "আশা ভোঁসলের কন্যা বর্ষা আত্মঘাতী"টাইমস অফ ইন্ডিয়া। TNN। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  7. আদিতি রাজা (৮ অক্টোবর ২০১২)। "আশা ভোঁসলের কন্যা বর্ষা ভোঁসলে মুম্বইয়ে আত্মহত্যা করলেন"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯