বর্ফী!

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বর্ফী!
বর্ফী! চলচ্চিত্রের পোস্টার
Barfi!
পরিচালকঅনুরাগ বসু
প্রযোজক
রচয়িতাসঞ্জীব দত্ত (সংলাপ)
চিত্রনাট্যকারঅনুরাগ বসু
কাহিনিকার
  • অনুরাগ বসু
  • তনি বসু
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীইলিয়েনা ডি ক্রুজ
সুরকারপ্রীতম চক্রবর্তী
চিত্রগ্রাহকরবি বর্মণ
সম্পাদকআকিব আলি
প্রযোজনা
কোম্পানি
ইশানা মুভিজ
পরিবেশকইউটিভি মোশন পিকচার্স
মুক্তি
  • ১২ সেপ্টেম্বর ২০১২ (2012-09-12)
স্থিতিকাল১৫০ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹৩০ কোটি[২]
আয়₹২৫০ কোটি (প্রায়)

বর্ফী! (হিন্দি: बर्फी!) অনুরাগ বসু পরিচালিত ২০১২ সালের ভারতীয় কমেডি রোমান্টিক নাট্য চলচ্চিত্র। অনুরাগ বসু ও তনি বসুর কাহিনী ও চিত্রনাট্যে ছবিটির সংলাপ লিখেছেন সঞ্জীব কুমার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রনবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ও ইলিয়ানা ডি'ক্রুজ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, আশিষ বিদ্যার্থী, রূপা গঙ্গোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

চলচ্চিত্রটি ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়। ₹৩০ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি সেবছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। ছবিটি ৮৫তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ভারতীয় নিবেদন ছিল। ছবিটি ৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন লাভ করে[৩] এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি পুরস্কার অর্জন করে।[৪]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

চিত্রায়ণ[সম্পাদনা]

চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১১ সালের মার্চ মাসে।[৫] মুম্বাইয়ে চিত্রায়ণ শুরু হয় ২০১১ সালে ২০ মার্চ থেকে এবং ২০১১ সালের মে মাস পর্যন্ত চলে। ২০১১ সালে মার্চে অনুরাগ বসু কোলকাতা যান শহরের ভিতরের স্থান চূড়ান্ত করতে এবং জুনে সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে দার্জিলিং যান। ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং হয়, বেশির ভাগ শুটিং হয় দার্জিলিংয়ে।[৬] ২০১২ সালের এপ্রিলে প্রিয়াঙ্কা চোপড়ার কয়েকটি দৃশ্য ছাড়া পুরো শুটিং শেষ হয়।[৭] শুটিং শেষ না হওয়ায় প্রযোজক মুক্তির তারিখ ১৩ জুলাই, ২০১২ কে পিছিয়ে ৩১ আগস্ট, ২০১২ নিয়ে যান।[৮]

সঙ্গীত[সম্পাদনা]

বর্ফী! চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। গানের কথা লিখেছেন স্বনন্দ কিরকিরে, সাঈদ কাদরী, আশিষ পণ্ডিত, ও অমিতাভ ভট্টাচার্য। ছবিতে ছয়টি মূল গান রয়েছে। গানগুলো ব্রাজিলীয় বজা নোভা থেকে অনুপ্রাণিত। প্রিয়াঙ্কা চোপড়ার এই ছবিতে একটি গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সাল মিউজিকের সাথে চুক্তির কারণে তারা তাকে গান গাইতে নিষেধ করে।[৯] এই চলচ্চিত্রে "ফাটাফাটি" শিরোনামের একটি গানের সুর করা হয় এবং কণ্ঠ দেন প্রীতম ও রনবীর কাপুর। রনবীর প্রথম বারের মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। কিন্তু গানটি ছবিতে ব্যবহার করা হয় নি। তবে পরে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।[১০]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আলা বর্ফী"স্বনন্দ কিরকিরেমোহিত চৌহান৫:১৯
২."ম্যাঁ ক্যায়া কারোঁ"আশিষ পণ্ডিতনিখিল পল জর্জ৪:৩০
৩."কিউঁ"নীলেশ মিশ্রপাপন, সুনিধি চৌহান৪:২৬
৪."ফির লে আয়া দিল"সাঈদ কাদরীঅরিজিৎ সিং৫:০৫
৫."আসিয়াঁ"স্বনন্দ কিরকিরেশ্রেয়া ঘোষাল, নিখিল পল জর্জ৩:৫৬
৬."সাবালি সি রাত"স্বনন্দ কিরকিরেঅরিজিৎ সিং৫:০৮
৭."আসিয়াঁ (একক)"স্বনন্দ কিরকিরেনিখিল পল জর্জ৪:০৮
৮."ফাটাফাটি"অমিতাভ ভট্টাচার্যপ্রীতম চক্রবর্তী, রনবীর কাপুর৩:৪৬

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Barfi!"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  2. Thakkar, Mehul S (২২ সেপ্টেম্বর ২০১২)। "Directors who got their mojo back"দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  3. "58th Idea Filmfare Awards nominations are here!"ফিল্মফেয়ার। ১৩ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  4. "Winners of 58th Idea Filmfare Awards 2012"বলিউড হাঙ্গামা। ২০ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  5. Jha, Subhash K. (২৬ মার্চ ২০১১)। "Priyanka Chopra begins shooting for Anurag Basu's Barfi"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  6. Banerjee, Amitava (২৫ সেপ্টেম্বর ২০১২)। "Barfi! emerges as Darjeeling's brand ambassador"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  7. "Priyanka Chopra delays Barfi!"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  8. Suganth, M (৫ জানুয়ারি ২০১২)। "Barfi will be released worldwide on July 13"দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  9. Payak, Latika (১৩ সেপ্টেম্বর ২০১২)। "Why did Priyanka Chopra refuse to sing for 'Barfi!'?"বলিউড লাইফ। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  10. "BARFI BLAST: Ranbir Kapoor sings for the first time!"Bollywood.com। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]