বিষয়বস্তুতে চলুন

বরিস পোডলস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরিস ইয়াকভলেভিচ পোডলস্কি
জন্ম২৯ জুন ১৮৯৬
মৃত্যু২৮ নভেম্বর ১৯৬৬ (aged 70)
সিনসিনাটি, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া
পরিচিতির কারণইপিআর প্যারাডক্স
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহসিনসিনাটি বিশ্ববিদ্যালয়
Leipzig University
Kharkiv Polytechnic Institute
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
Institute for Advanced Study
Xavier University, Cincinnati
লস অ্যাঞ্জেলস ব্যুরো অব পাওয়ার অ্যান্ড লাইট
ডক্টরাল উপদেষ্টাপল সোফাস এপস্টেইন
ডক্টরেট শিক্ষার্থীPhilip Schwed
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনআলবার্ট আইনস্টাইন

বরিস ইয়াকভলেভিচ পোডলস্কি একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।

জীবনী

[সম্পাদনা]

পোডলস্কি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ১৯১৮ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯২৬ সালে গণিতে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯২৮ সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ফেলোশিপ নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে এক বছর কাজ করেন। এর পরে এক বছর তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয় এ কাজ করেন। তিনি ১৯৩০ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফিরে আসেন এবং রিচার্ড টলম্যান এর সাথে কাজ করেন। তিনি ১৯৩৫ সালে সিনসিনাটি বিশ্ববিদ্যালয় এর গাণিতিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]