বব উইলিস ট্রফি
অবয়ব
বব উইলিস ট্রফি | |
---|---|
দেশ | ![]() ![]() |
ব্যবস্থাপক | ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ২০২০ |
শেষ টুর্নামেন্ট | ২০২১ |
প্রতিযোগিতার ধরন | ফাইনাল |
দলের সংখ্যা | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | ওয়ারউইকশায়ার (১ম শিরোপা) |
সর্বাধিক সফল | ওয়ারউইকশায়ার এসেক্স (প্রত্যেকে ১টি শিরোপা) |
বব উইলিস ট্রফি হল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা, যা ১৮ টি কাউন্টি ক্লাবগুলির মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে।
এটি ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ বাতিল হলে শুরু হয়। ট্রফিটি প্রাক্তন ইংরেজ অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিসের নামে নামাঙ্কিত, যিনি ২০১৯ সালের ডিসেম্বরে পরলোক গমন করেন।[১][২]
২০২০ সালে সম্পূর্ণ প্রতিযোগিতা লিগ পর্ব ও ফাইনাল ম্যাচ নিয়ে গঠিত ছিল।[৩]
২০২১ সালে এটি একটি ফাইনাল ম্যাচবিশিষ্ট ছিল যাতে ২০২১ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ১-এর প্রথম দুই দল অংশ নেয়।[৪]
ফলাফল
[সম্পাদনা]বছর | ফরম্যাট | ফাইনাল | |||
---|---|---|---|---|---|
মাঠ | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | ||
২০২০ | লিগ ও ফাইনাল | লর্ড’স | এসেক্স ৩৩৭/৮ ও ১৭৯/৬ |
এসেক্স প্রথম ইনিংসের রানে জয়ী (ম্যাচ ড্র) স্কোরকার্ড |
সমারসেট ৩০১ ও ২৭২/৭ডি. |
২০২১ | একক ম্যাচ | ওয়ারউইকশায়ার ৫১৮ |
ওয়ারউইকশায়ার এক ইনিংস সহ ১৯৯ রানে জয়ী স্কোরকার্ড |
ল্যাঙ্কাশায়ার ৭৮ ও ২৪১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "All First-Class Counties committed to playing same red-ball and white-ball competitions"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০।
- ↑ "Bob Willis Trophy: Shortened red-ball competition named after ex-England captain"। BBC Sport। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০।
- ↑ "Everything you need to know about the Bob Willis Trophy"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০।
- ↑ "County Championship: Competition returns in 2021 alongside Bob Willis Trophy"। BBC Sport। ১৬ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০।