বিষয়বস্তুতে চলুন

ববি হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ববি হক
২০১৮ সালের ববি
জন্ম
ইয়ামিন হক ববি

(1987-08-18) ১৮ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৮)
শিক্ষামণিপুর উচ্চ বিদ্যালয়
ইস্টার্ন ইউনিভার্সিটি
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, মডেল, প্রযোজক
কর্মজীবন২০১০  বর্তমান

ইয়ামিন হক ববি (জন্ম: ১৮ আগস্ট ১৯৮৭), ববি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[] তার প্রথম চলচ্চিত্র খোঁজ-দি সার্চ, যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তবে দেহরক্ষী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তক্নক ঢালিউড চলচ্চিত্র শিল্পে জনপ্রিয়তা অর্জন করেন।[][][]

শৈশব ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

ববি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন। তার বাবা কে এম এনামুল হক এবং মা ভিকারুন্নেসা হক। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন৷ মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে "মিস এশিয়া প্যাসিফিক" নামে একটি পুরস্কার জিতেন।[] প্রথম সিনেমা খোঁজ-দি সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। তাকে মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা “ইঞ্চি ইঞ্চি প্রেমে” প্রথমবারের মত বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। তার আরেকটি মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা সিনেমা শাকিব খান অভিনীত রাজত্ব। ববি আরো কয়েকটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলো হলঃ স্বপ্ন ছোঁয়া, সালাম মালয়েশিয়া, অ্যাই ডোন্ট কেয়ার এবং সুপার স্টার। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়।[] ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র বিজলী ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র বেপরোয়া-য় অভিনয় করেন। বিজলী পহেলা বৈশাখে এবং বেপরোয়া ঈদুল আযহায় মুক্তি পায়।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০১০ খোঁজ: দি সার্চ ক্যাপ্টেন ববি অনন্ত জলিল ইফতেখার চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র
২০১৩ দেহরক্ষী সোহানা ইফতেখার চৌধুরী
ফুল এন্ড ফাইনাল রিমঝিম মালেক আফসারী
ইঞ্চি ইঞ্চি প্রেম মেঘা রাজু চৌধুরী []
২০১৪ রাজত্ব রিয়ানা শাকিব খান ইফতেখার চৌধুরী
অ্যাকশন জেসমিন দ্বীপা/জেসমিন ইফতেখার চৌধুরী []
স্বপ্নছোঁয়া শিহানা শফিক হাসান
ওয়ান ওয়ে আইভি ইফতেখার চৌধুরী
হিরো: দ্যা সুপারস্টার ববি শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, অমিত হাসান, আহমেদ শরীফ বদিউল আলম খোকন [১০][১১]
আই ডোন্ট কেয়ার -- বাপ্পি চৌধুরী মোহাম্মদ হোসেন [১২][১৩]
সালাম মালেয়শিয়া -- মনতাজুর রহমান আকবর
ফলো মি রাজু চৌধুরী পরবর্তী চলচ্চিত্র
২০১৫ পিকনিক -- ইফতেখার চৌধুরী
না বলা ভালোবাসা --
রাজাবাবু - দ্য পাওয়ার সুইটি বদিউল আলম খোকন
ব্ল্যাকমেইল অরিন অনন্য মামুন
আরো ভালোবাসবো তোমায় ববি শাকিব খান এস এ হক অলিক
২০১৮ বিজলী বিজলী ইফতেখার চৌধুরী সুপারহিরো চলচ্চিত্র
২০১৯ বেপরোয়া জিয়াউল রোশান রাজা চন্দ
নোলক কাজলা রাশেদ রাহা ও সাকিব সনেট ও দল
রক্ত মুখি নীলা
২০২০ আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাdouble-dagger সৈকত নাসির
রণযোদ্ধাdouble-dagger বীরাঙ্গনা কাওসার মাহমুদ, সানী সানোয়ার, গৌতম কৈরী, কামরুল ইসলাম রিফাত, সাকিব সনেট, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ
ভাগিরথীdouble-dagger
২০২২ আলপিন মিলি (সাংবাদিক) আনিসুর রহমান মিলন, সাঞ্জু জন, সানজিদা ইসলাম আনিকা, ডলি জহুর, মাহমুদুল ইসলাম মিঠু, শেলী আহসান, ফখরুল বাশার মাসুম, টাইগার রবি, ওলিউল হক রুমি আল হাজেন ওয়েব ফিল্ম আরটিভি

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
  • মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১ বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চলচ্চিত্রে আলোচিত ৫ নায়িকার দৌড় চলছে এখন!"। ১৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  2. "Profile at kalerkantho.com"Kaler Kantho। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  3. "Profile at dailyjanakantha.com"Janakantha। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  4. "Profile by Prothom Sokal"। Prothom Sokal। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  5. "Miss Asia Pacific Bangladesh 2011"। ১৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮
  6. "দ্বৈত চরিত্রে ববি"। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮
  7. "চার কোটি টাকার ছবি ১টি প্রেক্ষাগৃহে!"দৈনিক প্রথম আলো। ২১ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮
  8. "আজ ববির ইঞ্চি ইঞ্চি প্রেম"। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  9. "সংসদের সামনে চোর-পুলিশের খেলা"। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  10. "একসাথে ববিতা-নতুন-শাকিব-অপু-ববি"। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  11. "এক সাথে নয় নিপুণ ববি"। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  12. "নিপুণ-ববির আই ডোন্ট কেয়ার"। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪
  13. "ববির নতুন"। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]