বিষয়বস্তুতে চলুন

বনিতা (পত্রিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বনিতা
বনিতার পহেলা এপ্রিল, ২০১৬ সালের প্রচ্ছদে সাই পল্লবী
প্রধান সম্পাদকপ্রেমা মামেন ম্যাথিউ
বিভাগনারীদের সাময়িকী
প্রকাশনা সময়-দূরত্বপাক্ষিক
সংবহন৬,৮৭,৯১৫ (ডিসেম্বর, ২০১৩-এর পরিসংখ্যান অনুসারে)[]
প্রতিষ্ঠার বছর১৯৭৫; ৫০ বছর আগে (1975)
কোম্পানিমালয়ালা মনোরমা কোম্পানি লিমিটেড
দেশভারত
ভিত্তিকোট্টায়ম
ভাষামালয়ালম
ওয়েবসাইটwww.vanitha.in
ওসিএলসি নম্বর416870983

বনিতা (অনু. নারী) কোট্টায়ম থেকে মালয়ালা মনোরমা প্রকাশক গোষ্ঠী কর্তৃক প্রকাশিত একটি ভারতীয় পাক্ষিক সাময়িকী। ভারতের অডিট ব্যুরো অফ সার্কুলেশনের ২০১৩ সালের ডিসেম্বর মাসের পরিসংখ্যান অনুসারে, এটি প্রচলন সংখ্যায় ভারতের বৃহত্তম পত্রিকা, যার গড় বিক্রি হয়েছে ৬৮৭,৯১৫ কপি।[] ২০১৭ সালেও এটি প্রচলনের দিক থেকে প্রথম ছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

বনিতা ১৯৭৫ সালে[][] একটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ শুরু হয়।১৯৮৭ সালে এটি পাক্ষিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। বনিতা সাময়িকীর পত্তন ও শুরু করেছিলেন মালয়ালা মনোরমার মুখ্য সম্পাদক কে এম ম্যাথিউয়ের স্ত্রী আন্নাম্মা ম্যাথিউ, যিনি সমাজসেবা, রান্না, সাংবাদিকতা এবং সাহিত্যে অবদানের জন্য পরিচিত। মালায়ালাম ভাষায় প্রকাশিত[] পত্রিকাটির হিন্দি সংস্করণ চালু হয় ১৯৯৭ সালে।[] যদিও সংস্কৃত ভাষায় এর নাম "নারী" হিসেবে অনুবাদ করা হয়েছে, তবে এতে নারীদের বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ের সংবাদ, মতামত এবং নিবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি কেবল মহিলাদের জন্য তৈরি কোনও সাময়িক পত্র নয়।

প্রচলন

[সম্পাদনা]

বনিতা কোট্টায়মে অবস্থিত এমএম পাবলিকেশন্স লিমিটেডের মালিকানাধীন এবং তাদের দ্বারা প্রকাশিত।[] এমএম পাবলিকেশন্স লিমিটেড মালায়লা মনোরমা গ্রুপের অংশ।[] মাসে দুবার প্রকাশিত হওয়ার পাশাপাশি, বনিতা ওনম, পুনরুত্থান পার্বণ, নববর্ষের দিন এবং বড়দিনের জন্য বিশেষ দ্বৈত সংখ্যা প্রকাশ করে।

২০০০ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বনিতা ছিল ভারতের সর্বাধিক বিক্রিত সাময়িকী যার প্রচলন ছিল ৩,৮২,০২৭ কপি।[] ২০১২ সালে, ম্যাগাজিনের মালয়ালম সংস্করণের পাঠক সংখ্যা ছিল ২.২৭ মিলিয়নেরও বেশি, যা এটিকে ভারতের সর্বাধিক পঠিত ম্যাগাজিনে পরিণত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Details of most circulated publications for the audit period July - December 2013" ["জুলাই - ডিসেম্বর ২০১৩ সালের নিরীক্ষা সময়ের জন্য সর্বাধিক প্রচারিত প্রকাশনার বিবরণ"] (পিডিএফ)অডিট ব্যুরো অফ সার্কুলেশন (ভারত) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৯ 
  2. "Vanitha continues to lead regional language magazines" [বনিতা আঞ্চলিক ভাষার পত্রিকার নেতৃত্ব দিচ্ছে]। প্রিন্ট উইক (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৯ 
  3. মধুকল্য, অমৃতা (২০১৫-০৭-১৯)। "Of recipes and G-spots: On India's 'magazine era'" [রেসিপি এবং জি-স্পটস: ভারতের 'ম্যাগাজিন যুগে']। ডিএনএ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫ 
  4. The Far East and Australasia 2003 [দূর প্রাচ্য ও অস্ট্রেলেশিয়া ২০০৩]। সাইকোলজি প্রেস। ২০০২। পৃষ্ঠা ৪৯১। আইএসবিএন 978-1-85743-133-9। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৮ 
  5. "About Us" [আমাদের সম্পর্কে]। মালয়ালা মনোরমা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০১ 
  6. সিং, ইকবাল (২০০১-০৮-১৩)। "Chitralekha Group to launch its first women's magazine" [চিত্রলেখা গ্রুপ তাদের প্রথম মহিলাদের ম্যাগাজিন চালু করবে]। আফাক্‌স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-৩০ 
  7. "IRS 2012 Q3 Topline Findings" [ভারতীয় পাঠক সমীক্ষা ২০১২ তৃতীয় ত্রৈমাসিকের শীর্ষ প্রাপ্তি] (পিডিএফ)ভারতীয় পাঠক সমীক্ষা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৯