বনগাঁ পৌরসভা
![]() বনগাঁ পৌরসভার নবনির্মিত ভবন | |
গঠিত | ২৭ জানুয়ারি ১৯৫৪ |
---|---|
ধরন | পৌরসভা |
সদরদপ্তর | বনগাঁ,পশ্চিমবঙ্গ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
পৌরপিতা | গোপাল শেঠ |
বনগাঁ পৌরসভা বনগাঁ শহরকে নিয়ে গড়ে উঠেছে।এটি বনগাঁ শহরে পৌরশাসনে নিযুক্ত।পৌরসভাটির মোট আয়তন ১৪.২৭৪ বর্গ কিলোমিটারের কিছু বেশি।এই পৌরসভায় মোট ১ লক্ষ ১০ হাজারের ৬৬৮ জন মানুষ বসবাস করেন (২০১১)।পৌরসভা এলাকার মাঝ দিয়ে ইছামতি নদী প্রবাহিত হয়ে পৌরসভাটিকে দুই ভাগে ভাগ করেছে।বনগাঁ পৌরসভাটি বাংলাদেশ সীমান্ত ও পেট্রাপোল থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]পরিকাঠামো
[সম্পাদনা]পৌরসভাটির নিজস্ব পৌরভবন রয়েছে।দমকল বাহিনী,নিকাশি বিভাগ এর কর্মী বাহিনী ,পানীয় জলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে।বর্তমানে পৌর এলাকার নিকাশি ব্যবস্থার (২০১৫-২০১৬) উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। বনগাঁ পৌরসভার নিজস্ব ৭ টি স্বাস্থ্যকেন্দ্র ও ১ টি ডায়গনস্টিক সেন্টার রয়েছে।
যোগাযোগ
[সম্পাদনা]পৌরসভাটি যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নত।এই পৌরসভার মধ্য দিয়ে চলে গেছে এনএইচ৩৫ বা যশোর রোড।এছাড়া এসএইচ ১ বা বনগাঁ-চাকদহ রোড,চাঁদা রোড প্রভৃতি।পৌরসভার অধীনস্থ প্রায় প্রতিটি রাস্তা পিচ দিয়ে পাকা করা হয়েছে বা কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে।এখান থেকে বনগাঁ-বাগদা,বনগাঁ-দক্ষিণেশ্বর,বনগাঁ-দীঘা,বনগাঁ দত্তফুলিয়া ও বনগাঁ-চাকদহ রুটে বাস চলাচল করে।বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে কলকাতা ও রাণাঘাট এর সঙ্গে যোগাযোগ সাধিত হয়।
ওয়ার্ড
[সম্পাদনা]বনগাঁ পৌরসভা মোট ২২ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই ওয়ার্ডগুলি ইছামতি নদীর দুই তীরে মতিগঞ্জ, থানার মোড়, স্টেশন রোড প্রভৃতি এলাকায় ছড়িয়ে রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নোম্যান্সল্যান্ডে বাংলার জন্য ভালবাসা"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২২-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)