বনকালীমন্দির, অরোয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বনকালীমন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অরোয়া নামক গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির

সংক্ষিপ্ত বিবরণ[সম্পাদনা]

অরোয়া গ্রামের বনকালী ও ভৈরব মহাদেবের শিলামূর্তি প্রায় পাঁচশো বছরের পুরোনো। চোখ, কান ও নাক খোদাই করা একটি পাথরকে কালী রূপে ও সুঁচালো লম্বা পাথরখণ্ডকে শিব রূপে পূজা করা হয়।[১]:১১২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১