বদরুদ্দোজা আহমেদ সুজা
বদরুদ্দোজা আহমেদ সুজা | |
---|---|
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯১ | |
পূর্বসূরী | প্রয়াত কমরেড বরুণ রায় |
উত্তরসূরী | নজির হোসেন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সুনামগঞ্জ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) ১৯৯১ সালের পূর্বে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি -১৯৯১ সালের পর |
পেশা | রাজনীতিবিদ |
বদরুদ্দোজা আহমেদ সুজা বাংলাদেশের একজন রাজনিতিবিদ। তিনি সুনামগঞ্জ-১ থেকে জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]বদরুদ্দোজা আহমেদ সুজা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের পার্লামেন্টারি সেক্রেটারি আবদুল খালেক।[২]
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]বদরুদ্দোজা আহমেদ সুজা বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি। তিনি সুনামগঞ্জ-১ থেকে জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির হয়ে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (মঞ্জু) হয়ে ও ২০১৮ সালে বাংলাদেশ মুসলিম লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। [৩][৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "বদরুদ্দোজা সুজা সভাপতি আবুল খায়ের মহাসচিব"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।
- ↑ "'হারিকেন' নিয়ে ৬৩ জন"। NTV Online। ২০১৯-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।
- ↑ "এ্যাড.বদরুদ্দোজা সুজা সভাপতি ও কাজী আবুল খায়ের মহাসচিব নির্বাচিত"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]