বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
ঠিকানা



তথ্য
প্রধান শিক্ষকমোহাম্মদ লোকমান হাকিম
অনুষদ৩ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনএমপিওভুক্ত/আধাসরকারি
রং
  •      সাদা
  •      কালো
  •      গাঢ় নীল
বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবস্থিত। লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে ৮ কিলোমিটার দূরে বড়হাতিয়া ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত।[১]

অবস্থান[সম্পাদনা]

এটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাতিয়া ইউনিয়ন[২] এ অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিতে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ[সম্পাদনা]

ভর্তি[সম্পাদনা]

এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সাধারণত জানুয়ারীতেই এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিফর্ম ড্রেস[সম্পাদনা]

  • ছেলে: সাদা      ও কালো     
  • মেয়ে: গাঢ় নীল      ও সাদা     

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম[সম্পাদনা]

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

গবেষণাগার[সম্পাদনা]

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার, কৃষি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে গবেষণাগার। এসব গবেষণাগারে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার[সম্পাদনা]

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে সাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গ্রন্থাগারটি পরিচালিত হচ্ছে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড[সম্পাদনা]

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সংঘ[সম্পাদনা]

  • স্কাউট
  • সততা সংঘ
  • গার্লস গাইড

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]