বড়দরগাহ শাহ ইসমাঈল গাজী (রহঃ) ফাজিল মাদ্রাসা
![]() | এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৪৯ দিন আগে আফতাব বট (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
![]() বড়দরগা শাহ ইসমাইল গাজী ফাযিল মাদ্রাসার উত্তরমুখি মুল গেট | |
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৭৬ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | আব্দুল গফুর মিয়া |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
ঠিকানা | ভগবানপুর , , , |
EIIN সংখ্যা | ১২৭৯০০ |
ওয়েবসাইট | http://127900.ebmeb.gov.bd/ |
বড়দরগাহ শাহ ইসমাঈল গাজী (রহ.) ফাজিল মাদ্রাসা একটি রংপুর অঞ্চলের পীরগঞ্জ উপজেলার স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি ভগবানপুর, পীরগঞ্জ, রংপুর বিভাগে অবস্থিত। এর ভৌগোলিক এলাকা সমতল ভূমি। এটি ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন বড়দরগাহ কাঁচামাল হাটির দক্ষিণ পাশে অবস্থিত। মাদ্রাসাটির ব্যবস্থাপনা গভর্নিং বডি দ্বারা পরিচালিত। শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের দীক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার ব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ যথেষ্ট তৎপর। মাদ্রাসাটি ১লা জানুয়ারী ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।[১]। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসাটিতে ইবতেদায়ী (১ম থেকে ৫ম) শ্রেণী পড়ানো হয়। ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিবছর বাংলাদেশের শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিডিসি) পরীক্ষায় সাফল্যের সহিত অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং আলিম পরীক্ষাতেও অংশগ্রহণ করে। মাদ্রাসাটি থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে ফাজিল স্নাতক ডিগ্রিও প্রদান করা হয়। মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষের নাম আব্দুল গফুর মিয়া। এবং সহকারী অধ্যক্ষ লুৎফর রহমান।[২]
ইতিহাস[সম্পাদনা]
প্রতিষ্ঠাকালীন সাল ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি এই মাদ্রাসাটি উত্তরাঞ্চলে ইসলাম ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষায় বিশেষ অবদান রেখে চলছে। মাদ্রাসাটি বরাবরই উপজেলা পর্যায়ের সকল মাদ্রাসার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল করে থাকে। ফলাফলের দিক থেকে মাদ্রাসাটির অনেক সুনাম রয়েছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পরে ১৯৯৩ সালে সরকারি স্বীকৃতি পায়।[১]
নামকরণ: বারবক শাহের আমলে (১৪৫৯-১৪৭৪ খ্রি) বাংলার উত্তরাঞ্চলে মুসলিম রাজ্যের বিস্তারে ও ইসলাম প্রচারে নিয়োজিত যোদ্ধা ও সেনাপতি শাহ ইসমাইল গাজী-এর নামে এই মাদ্রাসাটির নামকরণ করা হয়।
স্বীকৃতি: এটি ১লা জানুয়ারী ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হবার পর ১লা জুলাই ১৯৯৩ খ্রিস্টাব্দে স্বীকৃতি পায়।
বিবরণ[সম্পাদনা]
ইনস্টিটিউট কোড (EIIN): ১২৭৯০০।
ডাকঘর: শানেরহাট, পীরগঞ্জ, রংপুর।
ধরণ: এমপিও ভুক্ত (বেসরকারি)
এমপিও নম্বর: ৯১০৭০৯২৩০১।
বিভাগসমূহ (উচ্চমাধ্যমিক): বিজ্ঞান, মানবিক।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Baradargah Shah Ismail Gazi (rh) Fazil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৪।
- ↑ "বড়দরগাহ ফাজিল মাদ্রাসা"। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৪।
- ↑ "বড়দরগাহ ফাজিল মাদ্রাসা"। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৪।