বগুড়া-৬ উপনির্বাচন, ২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগুড়া-৬ উপনির্বাচন, ২০১৯

← ২০১৮ ২৪ জুন ২০১৯ ২০২৩ →
 
প্রার্থী জিএম সিরাজ এস‌এম টি নিকেতা
দল বিএনপি আওয়ামী লীগ
জনপ্রিয় ভোট ৮৯,৭৪২ ৩২,২৯৭
শতকরা ৬৭.০৩% ২৪.১২%

নির্বাচনের পূর্বে সংসদ সদস্য

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি

নির্বাচিত সংসদ সদস্য

জিএম সিরাজ
বিএনপি

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনে উপনির্বাচন ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিএম সিরাজ বিজয়ী হয়। বাংলাদেশ আওয়ামী লীগের এস‌এম টি নিকেতা দ্বিতীয় স্থান অর্জন করে।

এ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৮ সালে নির্বাচনে নির্বাচিত হলেও শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য হয়। ‌

পটভূমি[সম্পাদনা]

২০১৮ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করে এবং ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়।

একাদশ জাতীয় সংসদ সদস্যগন ৩ জানুয়ারি শপথ নিলেও ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ নেয় নি। তারা পরবর্তীতে শপথ নেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যরা ২৯ এপ্রিল ২০১৯ তারিখে শপথ নেয়।[১] ফখরুল শপথ নিবেন না বলে জানান। নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় ৩০ এপ্রিল সংসদ সচিবালয় আসনটিকে শুন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

৮ মে শুন্য আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিলে, ২৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষদিন, ২৭ মে মনোনয়নপত্র বাছাই, ৩ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে এবং ২৪ জুন ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।[২]

প্রার্থী[সম্পাদনা]

উপনির্বাচনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়নপত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয় এবং ৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়।[৩] পরবর্তীতে বিএনপির রেজাউল করিম বাদশা প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু ২০ জুন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

জিএম সিরাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। তিনি বিএনপির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক। তিনি ২৯ মে চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন পান।[৪]

ফলাফল[সম্পাদনা]

২৪ জুন ২০১৯ সালে বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[৫] সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একযোগে ১৪১টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়।[৬][৭]

২০১৯: বগুড়া-৬ উপনির্বাচন[৫][৭]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জিএম সিরাজ ৮৯,৭৪২ ৬৭.০৩
আওয়ামী লীগ এস‌এম টি জামান নিকেতা ৩২,২৯৭ ২৪.১২
জাতীয় পার্টি নুরুল ইসলাম ওমর ৭,২৭১ ৫.৩৯
স্বতন্ত্র মিনহাজ মণ্ডল ২,৯২০ ২.১৮
স্বতন্ত্র সৈয়দ কবির আহমেদ মিঠু ৬৩০ ০.৪৭
মুসলিম লীগ রফিকুল ইসলাম ৫৫৪ ০.৪১
কংগ্রেস মনসুর রহমান ৪৫৬ ০.৩৪
সংখ্যাগরিষ্ঠতা ৫৭,৪৪৫ ৪২.৯১
ভোটার উপস্থিতি ১,৩৩,৮৭০ ৩৪.৫৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শপথ নিলেন বিএনপির ৪ এমপি"মানব জমিন। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বগুড়া-৬ আসনে উপনির্বাচন ২৪ জুন"বাংলা ট্রিবিউন। ৮ মে ২০১৯। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯ 
  3. "বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির দুই প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ 
  4. "বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেলেন সিরাজ"। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ 
  5. "বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে বিএনপির সিরাজ বিজয়ী"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ 
  7. "উপ-নির্বাচন বগুড়া-৬: বেসরকারি ভাবে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত"দৈনিক ইত্তেফাক। ২০১৯-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯