বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
ছোটবগী বাজার



তথ্য
নীতিবাক্যপড়, তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৮৫
প্রতিষ্ঠাতামুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ [১]
অধ্যক্ষমোঃ ইদ্রিসুর রহমান[২]
শিক্ষকমণ্ডলী১১ [২]
শ্রেণী৬-১০
বয়সসীমা১০-১৭
শিক্ষার্থী সংখ্যা৩৪৯ এর বেশি[১]
ভাষাবাংলা
ক্যাম্পাসতালতলী, বরগুনা
ক্যাম্পাসের ধরনগ্রাম
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
Communities servedস্কাউট দল
শিক্ষা বোর্ডবরিশাল শিক্ষা বোর্ড

বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী গ্রামে অবস্থিত[৩] একটি মাধ্যমিক বিদ্যালয়।

ইতিহাস[সম্পাদনা]

বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়টি তালতলী উপজেলার অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ১ জানুয়ারী ১৯৮৫ সালে মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ উদ্যোগে প্রতিষ্ঠানটি মাত্র ৩৪জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। [১]

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়টি ৫ টি পৃথক ভবনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকে। দুইটি পাকা ভবন যার ১ টি ২ তলা বিশিষ্ট আর ১ টি ৫ তলা বিশিষ্ট (নির্মাণাধীন) ও ৩ টি টিনশেড ঘর ।[১]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত হয়।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

একেডেমিক শিক্ষার পাশাপাশি বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। তাদের রয়েছে নিজস্ব স্কাউট দল, ফুটবল দল, ক্রিকেট দল, ব্যাডমিন্টন দল ও ভলিবল দল।[৪] বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে জেলা-উপজেলা পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। তাছাড়া, বিভিন্ন জাতীয় দিবস তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে।

শিক্ষকমন্ডলী[সম্পাদনা]

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান সহ বিদ্যালয়টিতে মোট ১১ জন শিক্ষক রয়েছেন।

আরও দেখুন[সম্পাদনা]

আলীর বন্দর এ. এম. মাধ্যমিক বিদ্যালয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিদ্যালয়ের ইতিহাস"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  2. "শিক্ষক বিবরণী"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  3. মাধ্যমিক-ও-নিম্ন-মাধ্যমিক-বিদ্যালয় "তালতলী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এক নজরে বিদ্যালয়ের তথ্য"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]