ফ্ল্যাট আর্থ সোসাইটি
অবয়ব
ফ্ল্যাট আর্থ সোসাইটি (বা আন্তর্জাতিক ফ্ল্যাট আর্থ রিসার্চ সোসাইটি) এমন একটি সংস্থা যারা দাবি করে যে, পৃথিবী সমতল (পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে এটি গোলাকার)। সংস্থাটি ১৯৫৬ সালে স্যামুয়েল শেনটন প্রতিষ্ঠা করেছিলেন। চার্লস কে. জনসন ছিলেন এর নেতা এবং নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করেছিলেন। ২০০১ সালে জনসনের মৃত্যুর পরে ফ্ল্যাট আর্থ সোসাইটিটি ভেঙে যায় বলে মনে করা হয়, তবে কিছু ওয়েবসাইট এখনও এই সংস্থার নাম ব্যবহার করে।
কিছু লোক বলেছেন নাসা মহাকাশ থেকে গ্রহের ছবি তুলে প্রমাণ করেছে যে পৃথিবী সমতল নয়। অন্যরা বলছেন যে, গোলাকার পৃথিবী নাসার অস্তিত্বের অনেক আগে থেকেই প্রমাণিত হয়েছিল। সোসাইটি বলছে যে, ছবিগুলি ভুয়া এবং নাসার একটি ষড়যন্ত্রের অংশ।