বিষয়বস্তুতে চলুন

ফ্লোর জ্যানসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লোর জ্যানসেন
ফ্লোর জ্যানসেন গাইছেন আফটার ফরেভার ব্যান্ডের সাথে
ফ্লোর জ্যানসেন গাইছেন আফটার ফরেভার ব্যান্ডের সাথে
প্রাথমিক তথ্য
জন্মনামফ্লোর জ্যানসেন
জন্ম (1981-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৮১ (বয়স ৪৩)
উদ্ভবহল্যান্ড
ধরনসিম্ফোনিক মেটাল, প্রোগ্রেসিভ মেটাল
পেশাশিক্ষিকা, সংগীত শিল্পী, গান লেখিকা
বাদ্যযন্ত্রভোকাল, গিটার, পিয়ানো, বাঁশি
কার্যকাল১৯৯৭-বর্তমান
লেবেলনিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস
ওয়েবসাইটOfficial Floor Jansen Site

ফ্লোর জ্যানসেন একজন ডাচ্‌ গায়িকা, যিনি ১৯৮১ সালের ২১শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সিম্ফোনিক মেটাল ব্যান্ড আফটার এভারের মূল গায়িকা ছিলেন যা ২০০৯ সালে ভেঙ্গে যায়। তিনি বর্তমানে রিভ্যাম্প ব্যান্ডের মূল গায়িকা।

পরিচিতি

[সম্পাদনা]

মাত্র ১৬ বছর বয়সে তিনি অ্যাপলোক্ল্যাইপ্স ব্যান্ডে যোগ দেন যা আফটার ফরএভার ব্যান্ডের পূর্ব নাম। তার একই রক ও ক্ল্যাসিক্যাল গান গাওয়ার ক্ষমতা তাকে মেটাল দুনিয়ার জনপ্রিয় গায়িকাতে পরিণত করে। ২০০২ সালে মার্ক জ্যানসেন ব্যান্ডটা ত্যাগ করলে তিনি গানের কথা ও গায়িকার মূল দায়িত্ব নেন।[] ১৯৯৯ সালে ডাচ রক একাডেমীতে তিনি যোগ দেন পড়তে ও তিন বছর পর সংগীত বিদ্যালয়ে যোগ পড়েন। তিনি সংগীত থিয়েটার সম্পর্কে পড়েন ও অপেরা বিষয়ে এক বছর পড়েন। পরে ওয়ানা বি আ স্টার নামের একটি কোর্সে খুলে তিনি নিজেই শিক্ষা দিতে থাকেন। জ্যানসেন বাঁশি, পিয়ানো ও গিটার বাজাতে পারেন এবং তার গলার সীমা সোপরানো স্তরের। ১৬ই জুন ২০০৯ সালে ফ্লোর জ্যানসেন ঘোষণা দেন নতুন ব্যান্ড করার এবং মাইস্পেসের মাধ্যমে জানান যে ব্যান্ডের নাম হবে রিভ্যাম্প।[]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

আফটার ফরএভার ব্যান্ডের সাথে

[সম্পাদনা]

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]
  • প্রিজন অব ডেজায়ার (২০০০)
  • ডিসিফার (২০০১)
  • ইনভিজিবল সার্কেল (২০০৪)
  • রিমাজিন (২০০৫)
  • আফটার ফরএভার (২০০৭)

স্টার ওয়ান ব্যান্ডের সাথে

[সম্পাদনা]
  • স্পেস মেটাল (২০০২)
  • লাইভ অন আর্থ (২০০৩)

রিভ্যাম্প ব্যান্ডের সাথে

[সম্পাদনা]
  • রিভ্যাম্প (২০১০)
  • এক্সোর্ডিয়াম (২০০৩)

অয়রিয়ন ব্যান্ডের সাথে

[সম্পাদনা]
  • ইউনিভ্যার্সেল মিগ্রাটর পার্ট একঃ দ্যা ড্রিম সিকুয়েন্সার (২০০০)
  • ০১০১১০০১ (২০০৮)
  • ইলেক্টেড (ইপি, ২০০৮)
  • ইফেম্যারাল (১৯৯৯)
  • উইংস অব ইল্যুশন (১৯৯৯)

সংকলন

[সম্পাদনা]
  • মিয়া কুপা (২০০৬)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Interview with After Forever. Retrieved 28 December 2007.
  2. Name of my new band! ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০০৯ তারিখে blogs.myspace.com. 2009-10-17. Retrieved on 2009-10-17.

বহিঃসংযোগ

[সম্পাদনা]