ফ্রিল্যান্সার.কম
![]() | |
ব্যবসার প্রকার | পাবলিক |
---|---|
সাইটের প্রকার | মুক্ত পেশা |
উপলব্ধ | ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, পর্তুগীজ, স্পেনিশ, তুর্কি, ফিলিপিনো, ডাচ |
হিসাবে প্রচারিত | টেমপ্লেট:ASX |
প্রতিষ্ঠা | ২০০৯ |
সদরদপ্তর | ফ্রিল্যান্সার লেভেল ২০ ৬৮০ জর্জ স্ট্রিট সিডনি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া |
দেশ | অস্ট্রেলিয়া |
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
প্রতিষ্ঠাতা(গণ) | ম্যাট বেরী |
চেয়ারপারসন | ম্যাট বেরী |
প্রধান ব্যক্তি | ম্যাট বেরী, CEO নেইল কেটজ, CFO পিটার ফিলিপস, VP Eng ক্রিস কক্, Deputy CFO |
শিল্প | অনলাইন আউটসোর্সিং |
কর্মচারী | ৪৭০ (মার্চ ২০১৬) |
ওয়েবসাইট | Freelancer.com |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
নিবন্ধন | প্রয়োজন |
ব্যবহারকারী | ২১,০৮৪,৪৯৯ (নভেম্বর ২০১৬) |
চালুর তারিখ | ২০০৯ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ফ্রিল্যান্সার.কম হলো বিশ্বব্যাপী সমাদৃত মুক্তপেশাজীবীদের জন্য অনলাইন মার্কেট প্লেসের ওয়েবসাইট। ওয়েবসাইটটির কর্মীরা এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাজ অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারে। এটি ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটির কার্যালয় লন্ডন, ম্যানিলা, ভ্যানকুভার এবং বুয়েনোস আইরেস ও রয়েছে।[২]
বর্ণনা[সম্পাদনা]
ফ্রিল্যান্সার ডট কম হলো একধরনের অনলাইন মার্কেট প্লেস যেখানে ঘরে বসেই বিদেশি বড় বড় কোম্পানিদের কাজ করা যায়। এই সাইটটি তাদের কর্মীদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কাজ দিয়ে থাকে। ফ্রিল্যান্সার ডট কম তাদের কর্মীদের প্রতি মাসে কাজের ১০% করে আর্থিক মূল্য পরিশোধ করে থাকে।[৩][৪]
ওয়েবসাইটটির অধিকাংশ ব্যবহারকারী হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পাকিস্তান এবং যুক্তরাজ্যের, কিন্তু এটির ব্যবহারকারী বিশ্বের ২৪৭টি দেশ, রাজ্য ও এলাকায় ছড়িয়ে রয়েছে। ওয়েবসাইটটি বিশ্বের বিভিন্ন কোম্পানি থেকে শীর্ষ তিন ধরনের কাজ পেয়ে থাকে। যার মধ্যে ৩৪% আইটি ও সফটওয়্যার, ৩১% ডিজাইন, মিডিয়া ও স্থাপত্য এবং ১৩% লেখা ও কন্টেন্ট তৈরির অনুরোধ পেয়ে থাকে। কোম্পানিটির কার্যালয় বর্তমানে ম্যানিলা, সিডনি, ভানকোভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা, বুয়েন্স আয়ার্স, লন্ডন এবং জাকার্তায় রয়েছে।[২][৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Freelancer.com Site Info"। Alexa Internet। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩।
- ↑ ক খ "About Freelancer: Company Overview & History | Freelancer"। Freelancer.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৯।
- ↑ "Freelancer Membership Plans, Earn And Save More! - Freelancer"। Freelancer।
- ↑ Ingrid Lunden। "Online Jobs Marketplace Freelancer.com Moves Into Home And Local Services"। TechCrunch। AOL।
- ↑ "Freelancer.com hits 20 million users; Pinoys among top job takers - Newsbytes Philippines"। Newsbytes.ph। ২০১৬-০৭-২৭। ২০১৭-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-০৯।