বিষয়বস্তুতে চলুন

ফ্রান্সিস্কো গার্সা গুতিয়েরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রান্সিস্কো গার্সা গুতিয়েরেস
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯০৪-০৩-১৪)১৪ মার্চ ১৯০৪
জন্ম স্থান মেক্সিকো সিটি, মেক্সিকো
মৃত্যু ৩০ অক্টোবর ১৯৬৫(1965-10-30) (বয়স ৬১)
মৃত্যুর স্থান মেক্সিকো সিটি, মেক্সিকো
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯২০–১৯৩১ আমেরিকা
জাতীয় দল
১৯৩০ মেক্সিকো (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ফ্রান্সিস্কো গার্সা গুতিয়েরেস (স্পেনীয়: Francisco Garza Gutiérrez; ১৪ মার্চ ১৯০৪ – ৩০ অক্টোবর ১৯৬৫) একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আমেরিকা এবং মেক্সিকোর হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[]

১৯২০–২১ মৌসুমে, মেক্সিকীয় ফুটবল ক্লাব আমেরিকার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন; আতলান্তে প্রায় ১১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন।

১৯৩০ সালে, গুতিয়েরেস মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি মাত্র ১টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি মেক্সিকোর হয়ে ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফ্রান্সিস্কো গার্সা গুতিয়েরেস ১৯০৪ সালের ১৪ই মার্চ তারিখে, মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৬৫ সালের ৩০শে অক্টোবর তারিখে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার ভাই রাফায়েল গার্সা গুতিয়েরেসও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন; যিনি তার সাথেই আমেরিকার হয়ে খেলেছিলেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দল সাল ম্যাচ গোল
মেক্সিকো ১৯৩০

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]