ফোর্ট ম্যাকমুরে টুডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফোর্ট ম্যাকমুরে টুডে কানাডার আলবার্টার ফোর্ট ম্যাকমুরে ভিত্তিক একটি প্রকাশনা। সপ্তাহে দু'বার এর ট্যাবলয়েড প্রকাশিত হয়, আর প্রতি বৃহস্পতিবার ফোর্ট ম্যাকমুরে জুড়ে এর পরিপূরক ট্যাবলয়েড সংখ্যা বিনামূল্যে সরবরাহ করা হয়। [১]

পত্রিকাটি পোস্টমিডিয়ার মালিকানাধীন এবং ফোর্ট ম্যাকমুরের রেকর্ড পত্রিকা হিসাবে বিবেচিত এবং উড বাফেলোর আঞ্চলিক পৌরসভাকে প্রভাবিত করে এমন অনেকগুলি বিষয় কভার করে।

২০১৭ সালে, ২০১৬ ফোর্ট ম্যাকমুরে দাবানল উপর ব্রেকিং নিউজের জন্য এটি ন্যাশনাল নিউজপেপার অ্যাওয়ার্ড পেয়েছিল। পুরস্কারটি তারাঅ্যাডমন্টন জার্নাল এবং এডমন্টন সানের সাথে ভাগ করে নিয়েছিল। [২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Watson, H. G. (নভেম্বর ৭, ২০১৬)। "Fort McMurray Today reducing print schedule"J-Source.ca 
  2. "Fort McMurray Today wins award for fire coverage"Fort McMurray Today। মে ৬, ২০১৭। মে ৭, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

 

বহিঃসংযোগ[সম্পাদনা]