ফেডিনা বরবনিকা
ম্যাসকারেন মার্টিন | |
---|---|
At Ranomafana, Madagascar | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Passeriformes |
পরিবার: | Hirundinidae |
গণ: | Phedina |
প্রজাতি: | P. borbonica |
দ্বিপদী নাম | |
Phedina borbonica (Gmelin, 1789) | |
Approximate range in Africa
Resident Non-breeding | |
প্রতিশব্দ | |
Cotyle borbonica Gmelin, 1789 |
ম্যাসকারেন মার্টিন বা ম্যাসক্যারন সোয়ালো যার দ্বিপদ নাম ফেডিনা বরবনিকা হচ্ছে সোয়ালো পরিবারের প্যাসারিন পাখি। এরা মাদাগাস্কার এবং ম্যাসকারেন দ্বীপে বাস করে। এরা ছোট আকারের পাখি।
শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]জার্মান প্রাণীবিদ জোহান ফ্রেডরিখ গ্যামলিন ১৭৮৯ সালে ম্যাসকারেন মার্টিন এদেরকে প্রথম বর্ণনা করেন, হাইরান্ডো বরবনিকা নামে। ১৮৫৫ সালে ফরাসি জীববিজ্ঞানী চার্লস লুসিয়েন বোনাপার্তে এদেরকে ফেদিনা গণে স্থানান্তরিত করেন। ফেদিনা এসেছে গ্রীক ফেইওস (বাদামী) এবং ইতালিয় (সোয়ালো) থেকে এবং প্রজাতি এসেছে ফরাসি বউরবন (পূনর্মিলন) থেকে। এদের দুটো উপপ্রজাতি আছে।
বর্ণনা
[সম্পাদনা]প্রাপ্তবয়স্ক ম্যাসকারেন মার্টিনের দৈর্ঘ্য ১৫ সেমি (৫.৯ ইঞ্চি) এবং ডানার গড় বিস্তৃতি ১১৭ সেমি (৪৬ ইঞ্চি)। এদের ওজন ২৩.৯ গ্রাম।
বাসস্থান
[সম্পাদনা]এরা শুধু মাদাগাস্কার ও ম্যাসকারেন দ্বীপে বাস করে। দালান, সুড়ঙ্গ, উহা, পাথরের মাঝে উপযুক্ত পরিবেশ পেলেই এরা বাসা বাঁধে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Phedina borbonica"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Calls ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ডিসেম্বর ২০১২ তারিখে at AVoCet