ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিক
পূর্ণ নাম | ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিক | ||
---|---|---|---|
ডাকনাম | এল'আতলেতিক বার্সা বি | ||
প্রতিষ্ঠিত | ১২ জুন ১৯৭০ (ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিক হিসেবে) | ||
মাঠ | এস্তাদি ইয়োহান ক্রুইফ | ||
ধারণক্ষমতা | ৬,০০০ | ||
সভাপতি | জুয়ান লাপোর্তা | ||
প্রধান কোচ | রাফায়েল মার্কেজ | ||
লিগ | প্রিমেরা ফেদেরাসিওন–গ্রুপ ২ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিক (স্পেনীয়: Fútbol Club Barcelona Atlètic অথবা ইংরেজি: FC Barcelona Atlètic; সাধারণত বার্সা আতলেতিক অথবা বার্সা বি নামে পরিচিত) হচ্ছে বার্সেলোনা ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের তৃতীয় স্তরের ফুটবল লীগ প্রিমেরা ফেদেরাসিওন-এ খেলে। এটি বার্সেলোনার সংরক্ষিত দল। এই ক্লাবটি ১৯৭০ সালে ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিক নামে প্রতিষ্ঠিত হয়। বার্সেলোনা আতলেতিক তাদের সকল হোম ম্যাচ কাতালোনিয়ার এস্তাদি ইয়োহান ক্রুইফ-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাফায়েল মার্কেজ
স্পেনের সংরক্ষিত দলগুলো জ্যেষ্ঠ দলের মতোই একই লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে তারা কখনোই জ্যেষ্ঠ দলের সাথে একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না; যার ফলে বার্সেলোনা বি লা লিগা এবং কোপা দেল রে-তে অংশগ্রহণ করতে পারে না।