ফুটবল ক্লাব ক্রোতোনে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রোতোনে
ফুটবল ক্লাব ক্রোতোনে.svg
পূর্ণ নামফুটবল ক্লাব ক্রোতোনে এস.আর.এল.
ডাকনামই পিতাগোরিচি (পিথাগোরীয়)
গ্লি স্কুয়ালি অথবা লো স্কুয়ালো কালাব্রেসে (হাঙ্গর অথবা কালাব্রিয়ার হাঙ্গর)
রসসোব্লু (লাল এবং নীল)
প্রতিষ্ঠিত১৯১০; ১১৩ বছর আগে (1910)
মাঠস্তাদিও এৎসিয়ো শিদা
ধারণক্ষমতা১৬,৫৪৭
সভাপতিইতালি জিয়ান্নি ভ্রেন্না[১]
প্রধান কোচইতালি জিওভান্নি স্ত্রোপ্পা
লিগসেরিয়ে আ
২০১৯–২০২য় (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব ক্রোতোনে (ইতালীয়: Football Club Crotone; সাধারণত এফসি ক্রোতোনে নামে পরিচিত) হচ্ছে ক্রোতোনে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি ক্রোতোনে তাদের সকল হোম ম্যাচ ক্রোতোনের স্তাদিও এৎসিয়ো শিদায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,৫৪৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জিওভান্নি স্ত্রোপ্পা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ভ্রেন্না। ইতালীয় গোলরক্ষক আলেক্স কোরদাজ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Società" (Italian ভাষায়)। F.C. Crotone। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Prima squadra" (Italian ভাষায়)। F.C. Crotone। সেপ্টেম্বর ২০১৮ [circa]। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]