ফুটবল ক্লাব কলস কভালিভকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলস কভালিভকা
পূর্ণ নামফুটবল ক্লাব কলস কভালিভকা
প্রতিষ্ঠিত২০১২; ১২ বছর আগে (2012)
মাঠকলস স্টেডিয়াম
ধারণক্ষমতা১,৮৫০
সভাপতিইউক্রেন আন্দ্রি জাসুখা
ম্যানেজারইউক্রেন রুসলান কস্তিশিন
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব কলস কভালিভকা (ইউক্রেনীয়: Футбольний клуб Колос Ковалівка; এছাড়াও এফসি কলস কভালিভকা অথবা কলস কভালিভকা নামে পরিচিত) হচ্ছে কিয়েভ ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কলস কভালিভকা তাদের সকল হোম ম্যাচ কভালিভকার কলস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১,৮৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুসলান কস্তিশিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্দ্রি জাসুখা। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভিতালি হাভরিশ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, কলস কভালিভকা এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা।

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব কলস কভালিভকা টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ