ফুটবল ক্লাব ইয়েরেভান
অবয়ব
পূর্ণ নাম | ফুটবল ক্লাব ইয়েরেভান | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৫ | ||
বিলুপ্তি | ২০০০ | ||
মাঠ | হ্রাজদান স্টেডিয়াম, ইয়েরেভান | ||
ধারণক্ষমতা | ৫৫০০০ | ||
সভাপতি | ক্যারেন হারুত্যুন্যান | ||
ম্যানেজার | আরামাইস তোনোয়ান | ||
১৯৯৯ | আর্মেনীয় প্রিমিয়ার লীগ, ৫ম | ||
|
ফুটবল ক্লাব ইয়েরেভান (আর্মেনীয়: Ֆուտբոլային Ակումբ Երեւան – Futbolayin Akumb Yerevan), একটি প্রাক্তন আর্মেনীয় পেশাদার ফুটবল ক্লাব, রাজধানী ইয়েরেভানকে প্রতিনিধিত্ব করত।[১]
এই ক্লাব আর্মেনীয় প্রিমিয়ার লীগে খেলত এবং ১৯৯৭ সালের শিরোপা জয় করে। এই ক্লাবটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং মাত্র ৫ বছর স্থায়ী থাকে।[২] ২০০০ সালে এই ক্লাবকে ভেঙে দেওয়া হয় এবং ফুটবলাররা ইয়েরেভানের অন্যান্য ক্লাবে চলে যান।
লীগ রেকর্ড
[সম্পাদনা]মরসুম | লীগ | জাতীয় কাপ | সর্বোচ্চ গোলদাতা | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ডিভিশন |
স্থান | খেলেছে |
জয় |
ড্র |
হার |
গোল করেছে |
গোল খেয়েছে |
পয়েন্ট | নাম | গোল | |||
১৯৯৫/৯৬ | আর্মেনীয় প্রিমিয়ার লীগ |
৩ | ২২ | ১৩ |
৫ |
৪ |
৪৩ |
২৪ |
৪৪ | তিগ্রান ইয়েসায়ান | ২০ | ||
১৯৯৬/৯৭ | ৩ | ২২ | ১৬ |
২ |
৪ |
৫৮ |
২৪ |
৫০ | তিগ্রান ইয়েসায়ান | ১১ | |||
১৯৯৭ | ১ | ১৮ | ১৩ |
৪ |
১ |
৪১ |
১০ |
৪৩ | তিগ্রান ইয়েসায়ান | ১০ | |||
১৯৯৮ |
৩ | ২৬ |
১৫ |
৩ |
৮ |
৪৭ |
৩০ |
৪৮ | তিগ্রান ইয়েসায়ান | ১০ | |||
১৯৯৯ |
৫ | ৩২ |
১৫ |
৬ |
১১ |
৬০ |
৪৩ |
৫১ | ভারাজদাত আভেতিস্যান | ১২ | |||
২০০০–বর্তমান | অংশগ্রহণ করেনি |
ডিভিশন শিরোপা জয় সূচিত করছে |
সম্মাননা
[সম্পাদনা]- আর্মেনীয় প্রিমিয়ার লীগ: ১ (১৯৯৭)
ইউরোপীয় প্রতিযোগিতায়
[সম্পাদনা]জুলাই ২০০৯ অব্দি।
প্রতিযোগিতা | খেলেছে |
জয় |
ড্র |
হার |
গোল করেছে |
গোল খেয়েছে |
---|---|---|---|---|---|---|
উয়েফা চ্যাম্পিয়ানস লীগ |
২ |
০ |
০ |
২ |
০ |
৫ |
উয়েফা কাপ | ৪ | ০ |
০ |
৪ |
২ |
১২ |
মোট |
৬ | ০ |
০ |
৬ |
২ |
১৭ |
ক্লাব রেকর্ড
[সম্পাদনা]ম্যানেজার
[সম্পাদনা]- গাগিক তাতেভোস্যান, ১৯৯৫
- ভাগরশাক আসলান্যান, ১৯৯৫
- সাম্ভেল দার্বিন্যান, ১৯৯৫–১৯৯৬
- সাম্ভেল পেত্রোস্যান, ১৯৯৬–১৯৯৭
- সাম্ভেল দার্বিন্যান, ১৯৯৭
- আশোত খাচাত্র্যান, ১৯৯৭–১৯৯৮
- সাম্ভেল দার্বিন্যান, ১৯৯৮–১৯৯৯
- আরামিস তোনন্যান, ১৯৯৯
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ RSSSF Armenia (and subpages per year)
- ↑ "History of FC Yerevan"। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।