ফুটবল ক্লাব ইন্টার জাপ্রেশিচ
![]() | |||
পূর্ণ নাম | নগোমেতনি ক্লুব ইন্টার জাপ্রেশিচ | ||
---|---|---|---|
ডাকনাম | কেরামিচারি (মৃৎশিল্পী), দিভ ইজ প্রেদগ্রাজা (উপশহরের দৈত্য) | ||
সংক্ষিপ্ত নাম | আইএনটি | ||
প্রতিষ্ঠিত | ২৫ জুন ১৯২৯ (ফুটবল ক্লাব সাভা নামে) | ||
মাঠ | স্তাদিওন এসআরসি জাপ্রেশিচ | ||
ধারণক্ষমতা | ৫,২২৮[১] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ | ||
২০১৮–১৯ | ৮ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
নগোমেতনি ক্লুব ইন্টার জাপ্রেশিচ (ক্রোয়েশীয়: Nogometni Klub Inter Zaprešić, ইংরেজি: NK Inter Zaprešić; এছাড়াও ফুটবল ক্লাব ইন্টার জাপ্রেশিচ, এফসি ইন্টার জাপ্রেশিচ অথবা শুধুমাত্র ইন্টার জাপ্রেশিচ নামে পরিচিত) হচ্ছে জাপ্রেশিচ ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯২৯ সালের ২৫শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টার জাপ্রেশিচ তাদের সকল হোম ম্যাচ জাপ্রেশিচের স্তাদিওন এসআরসি জাপ্রেশিচে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,২২৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তোমিস্লাভ ইভকোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ব্রাঙ্কো লালিয়াক। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় গর্দান আন্দ্রিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ইন্টার জাপ্রেশিচ এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি ক্রোয়েশীয় দ্বিতীয় ফুটবল লীগ এবং ১টি ক্রোয়েশীয় কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- বিজয়ী (১): ১৯৯২
- রানার-আপ (১):১৯৯২
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ŠRC Zaprešić, www.inter.hr"। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ Matasović, Brunislav (১২ জুলাই ২০০৫)। "2004–05 in Croatian Football"। Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৭ মে ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- দাপ্তরিক ওয়েবসাইট
(ক্রোয়েশীয়)
- উয়েফা.কমে ফুটবল ক্লাব ইন্টার জাপ্রেশিচ (ইংরেজি)
টেমপ্লেট:ফুটবল ক্লাব ইন্টার জাপ্রেশিচ টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ