ফুটবল ক্লাব ইঙ্গুলেৎস পেত্রভে
পূর্ণ নাম | ফুটবল ক্লাব ইঙ্গুলেৎস পেত্রভে | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ২০১৩ | ||
মাঠ | ইঙ্গুলেৎস স্টেডিয়াম[১] | ||
ধারণক্ষমতা | ১,৭২০ | ||
সভাপতি | ![]() | ||
প্রধান কোচ | ![]() | ||
লিগ | ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ | ||
২০১৯–২০ | ৩য় (উত্তীর্ণ) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব ইঙ্গুলেৎস পেত্রভে (ইউক্রেনীয়: футбольний клуб Інгулець Петрове, ইংরেজি: Football Club Inhulets Petrove; এছাড়াও এফসি ইঙ্গুলেৎস পেত্রভে অথবা ইঙ্গুলেৎস পেত্রভে নামে পরিচিত) হচ্ছে পেত্রভে ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইঙ্গুলেৎস পেত্রভে তাদের সকল হোম ম্যাচ পেত্রভের ইঙ্গুলেৎস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১,৭২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সের্হি লাভ্রিনেঙ্কো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অলেকসান্দ্র পভোরোজনিয়ুক। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ইয়েভহেন জাপোরোঝেৎস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ইঙ্গুলেৎস পেত্রভে এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ১৩টি ইউক্রেনীয় অপেশাদার কাপ শিরোপা।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- রানার-আপ (১): ২০১৮–১৯
- রানার-আপ (১): ২০১৪
- চ্যাম্পিয়ন (১): ২০১৪
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২০।
- ↑ Valerko, Artur. Amateurs, to the start line!. Football.ua. 29 April 2015
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইউক্রেনীয়)
টেমপ্লেট:ফুটবল ক্লাব ইঙ্গুলেৎস পেত্রভে টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ