ফিলিস লোগান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিলিস লোগান
Phyllis Logan
২০১৪ সালে ডাউনটাউন অ্যাবি-এর একটি অনুষ্ঠানে লোগান
জন্ম (1956-01-11) ১১ জানুয়ারি ১৯৫৬ (বয়স ৬৮)
পেইস্লি, রেনফ্রিউশায়ার, ইংল্যান্ড
মাতৃশিক্ষায়তনরয়্যাল স্কটিশ একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামা (১৯৭৭)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীকেভিন ম্যাকন্যালি (বি. ২০১১)
সন্তান

ফিলিস লোগান (ইংরেজি: Phyllis Logan; জন্ম ১১ জানুয়ারি ১৯৫৬) হলেন একজন স্কটিশ অভিনেত্রী। তিনি ব্রিটিশ হাস্যরসাত্মক নাট্য রহস্যধর্মী লাভজয় (১৯৮৬-৯৩) ধারাবাহিকে লেডি জেন ফেলশ্যাম এবং ঐতিহাসিক নাট্যধর্মী ডাউনটাউন অ্যাবি (২০১০-১৫) ধারবাহিকে মিসেস হিউজ (পরে কারসন) চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[১] তিনি ১৯৮৩ সালের অ্যানাদার টাইম, অ্যানাদার প্লেস চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে সম্ভাবনাময় নবাগত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল সিক্রেট অ্যান্ড লাইজ (১৯৯৬) ও শুটিং ফিশ (১৯৯৭)।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লোগান ১৯৫৬ সালের ১১ই জানুয়ারি রেনফ্রিউশায়ারের পেইস্লিতে জন্মগ্রহণ করেন।[২] তিনি জনস্টোনের নিকটে বেড়ে ওঠেন,[৩] এবং সেখানে জনস্টোন হাই স্কুলে পড়াশোনা করেন।[৪] তিনি গ্লাসগোর রয়্যাল একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামায় অধ্যয়ন করেন এবং ১৯৭৭ সালে জেমস ব্রিডি স্বর্ণপদক নিয়ে স্নাতক সম্পন্ন করেন।[৫][৬]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮৩ সালে অ্যানাদার টাইম, অ্যানাদার প্লেস-এ অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে কাজের জন্য তিনি তাওরমিনা চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্বর্ণ পদক, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ইভনিং স্ট্যান্ডার্ড পুরস্কার এবং সবচেয়ে সম্ভাবনাময় নবাগত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।[৭] তিনি ব্রিটিশ হাস্যরসাত্মক নাট্য রহস্যধর্মী লাভজয় (১৯৮৬-৯৩) ধারাবাহিকে লেডি জেন ফেলশ্যাম চরিত্রে আট বছরে ৫০টির কাছাকাছি পর্বে অভিনয় করেন।

তিনি ঐতিহাসিক নাট্যধর্মী ডাউনটাউন অ্যাবি (২০১০-১৫) ধারবাহিকে মিসেস হিউজ (পরে কারসন) চরিত্রে অভিনয় করে সমাদৃত হন।[৮]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

১৯৯৪ সালে অভিনেতা কেভিন কেভিন ম্যাকন্যালির সাথে লোগানের পরিচয় হয়। ১৭ বছর পর ২০১১ সালের আগস্টে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র রয়েছে, তার নাম ডেভিড।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বিকম, ব্রায়ান (৮ সেপ্টেম্বর ২০১৯)। "Downton: Phyllis Logan on Mrs Hughes - 'I can be a bit snippy, too'"হেরাল্ড স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  2. "10 reasons why Paisley is already a city of culture" (ইংরেজি ভাষায়)। BBC News। ১৩ নভেম্বর ২০১৫। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  3. "Video: Downton Abbey star from Refrewshire takes part in one-legged wobble challenge"ইভনিং টাইমস (ইংরেজি ভাষায়)। গ্লাসগো। ৬ ডিসেম্বর ২০১৫। ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  4. "Renfrewshire Council – Education"দ্য স্কটসম্যান (ইংরেজি ভাষায়)। স্কটল্যান্ড। ২৪ এপ্রিল ২০০৮। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  5. "My Scotland"। স্কটল্যান্ড ইন ট্রাস্ট: ২৩। ওসিএলসি 49921348 
  6. "Celebration of Scotland's Treasures" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। দ্য ন্যাশনাল ট্রাস্ট ফর স্কটল্যান্ড ফাউন্ডেশন ইউএসএ। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  7. শ, অ্যান (১ আগস্ট ১৯৮৩)। "Phyllis Logan Sets the Film World Buzzing"দ্য গ্লাসগো হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  8. পিয়ার্স, টিলি (১১ আগস্ট ২০১৮)। "PHYLLIS IN How old is Phyllis Logan, who's her husband Kevin McNally and how long did the Girlfriends actress play Mrs Hughes in Downton Abbey?"দ্য সান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]