ফিলিপ্পো লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্রা ফিলিপ্পো লিপি O.Carm. ( আনুমানিক ১৪০৬ - ৮ অক্টোবর ১৪৬৯), যিনি লিপ্পো লিপি নামেও পরিচিত, কোয়াট্রোসেন্তো (পঞ্চদশ শতাব্দী) এর একজন ইতালীয় চিত্রশিল্পী এবং একজন কারমেলাইট পুরোহিত ছিলেন। তিনি একটি পেইন্টিং কর্মশালার প্রথম রেনেসাঁর মহাগুরু ছিলেন, যিনি অনেক চিত্রশিল্পীকে নিজ হাতেকলমে কাজ শিখিয়েছিলেন। স্যান্ড্রো বোটিসেলি এবং ফ্রান্সেস্কো ডি পেসেলো (পেসেলিনো নামে পরিচিত) ছিলেন তাঁর সবচেয়ে বিশিষ্ট ছাত্রদের মধ্যে অন্যতম। [১] তার ছেলে ফিলিপ্পিনো লিপিও তার অধীনে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে নানা কাজে সহায়তা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]