ফিরদাপোস্টেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফিরদাপোস্টেন হল একটি স্থানীয় সংবাদপত্র, যা নরওয়ের ভেস্টল্যান্ড কাউন্টির কিন পৌরসভায় প্রকাশিত হয়। এটি ব্রেমনগার পৌরসভাও কভার করে। পত্রিকাটি ১৯৪৮ সালে নরওয়েজিয়ান লেবার পার্টির একটি মিডিয়া আউটলেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল [১] পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন গুতোর হ্যানসেন[১] প্রাথমিক পর্যায়ে কাগজটি সপ্তাহে দু'বার প্রকাশিত হয়েছিল। [১] এটি এ-প্রেসেনের মালিকানাধীন এবং ২০০৭ সালে এর প্রচলন ছিল ৫৪৮১ অনুলিপি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The newspaper Firdaposten"Sffarkiv। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]