ফার্সি লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফার্সি বর্ণমালা থেকে পুনর্নির্দেশিত)
ফার্সি বর্ণমালা
        پ                 چ
                        ژ
                     
                ک    گ
                ه    ی
ইতিহাস · অক্ষরীকরণ · বৈশিষ্ট্যসূচক
হামজা ء · সংখ্যাসূচক · সংখ্যান

ফার্সি বর্ণমালা বা ফার্সি-আরবি বর্ণমালা (ফার্সি: الفبای فارسی) হল আরবি লিপির উপর ভিত্তি করে লেখার একটি পদ্ধতি। মূল লিপিটি বিশেষভাবে আরবি ভাষার জন্য ব্যবহার করা আর ফার্সি ভাষায় আরবি বর্ণামালার সাথে আরও চারটি অক্ষর যোগ করা হয়েছে, এই অতিরিক্ত অক্ষরগুলো হল :پ [p], چ [t͡ʃ], ژ [ʒ] এবং گ[ɡ]। অন্যান্য আরও বেশ কিছু ভাষায় পারসিক-আরবি লিপি ব্যবহার করা হয়। ফার্সি ভাষা ছাড়াও পারসিক-আরবি লিপি আরও যেসকল ভাষায় ব্যবহার করা হয়, সেগুলো হল উর্দু, সিন্ধি, সারাইকি, কুর্দি, লুরি, উসমানীয় তুর্কি, বেলুচ, পাঞ্জাবি, তাতার, আজেরি এবং এবং আরও অন্যান্য।

আরবি নয় এমন শব্দ উচ্চারণ এবং লেখার ক্ষত্রে বিভিন্ন ভাষাতে মূল লিপিতে বিদ্যমান অক্ষরগুলোর সাথে বিন্দু, রেখা ইত্যাদি যোগ করে নতুন নতুন অক্ষর সংযোগজন করা হয়েছে।আধুনিক ফার্সিতে ৩২ টি বর্ণমালা রয়েছে।

পারসিক-আরবি লিপিতে বাক্যগুলো একত্রিতভাবে লেখা হয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি অক্ষর একে অপরের সাথে যুক্ত থাকে। কম্পিউটারে লেখার ক্ষেত্রেও এই বৈশিষ্ঠটি অক্ষুণ্ণ রাখা হয়েছে। যার ফলে কম্পিউটারে যখন পারসিক-আরবি লিপিতে কিছু লেখা হয় তখন অক্ষরগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে লেখা হতে থাকে। অসম্পৃক্তভাবে লেখাগুলো সাধারণত গ্রহণ করা হয় না। পারসিক-আরবি লিপি এবং আরবি লিপিতে শব্দগুলো লেখা হয় ডান থেকে বাম দিকে এবং নম্বরগুলো লেখা হয়ে থাকে বাম থেকে ডান দিকে।

বর্ণসমূহ[সম্পাদনা]

নাস্তালিক লিপিতে ক্যালিগ্রাফির একটি উদাহরণ।

ফার্সি বর্ণমালার ৩২টি অক্ষর নিয়ে দেয়া হল। তবে ফার্সি ভাষায় অক্ষরগুলো সংযুক্তভাবে লেখা হয় বলে বাক্যের বিভিন্ন অংশে অক্ষরগুলো বিভিন্ন আকারে লেখা হয়। যেমন বাক্যের শুরুতে, বাক্যের শেষ, মাঝে কোনো স্থানে অথবা আলাদা ভাবে শুধু একটি অক্ষর লেখার ক্ষেত্রে বর্ণগুলোর আকারে পার্থক্য হয়ে থাকে।

নাম ডিআইএন ৩১৬৩৫ আইপিএ বর্ণনাপ্রাসঙ্গিক ফরম
শেষ মধ্যম শুরু আলাদা
ʾআলেফ ā / ʾ [ɒ], [ʔ] ـا ـا * آ / ا *
বে b [b] ـب ـبـ ب
পে p [p] ـپ ـپـ پ
তে t [t] ـت ـتـ
সে [s] ـث ـثـ
জিম j [d͡ʒ] ـجـ
চে č [t͡ʃ] ـچـ
হে(-য়ে জিমি) [h] ـحـ
খে [x] ـخـ
দাল d [d] ـد ـد* *
যাল [z] ـذ ـذ* *
রে r [ɾ] ـر ـر* *
যে z [z] ـز ـز* *
ঝে ž [ʒ] ـژ ـژ* ژ* ژ
সিন s [s] ـس ـسـ
শিন š [ʃ] ـش ـشـ
সাদ [s] ـص ـصـ
যাদ [z] ـض ـضـ ﺿ
তা [t] ـط ـطـ
যা [z] ـظ ـظـ
ʿএইন ʿ [ʔ] ـع ـعـ
গেইন ġ [ɣ] / [ɢ] ـغ ـغـ
ফে f [f] ـف ـفـ
কাফ q [ɢ] / [ɣ] / [q] (in some dialects) ـق ـقـ
কাফ k [k] ـک ـکـ ک
গাফ g [ɡ] ـگ ـگـ گ
লাম l [l] ـل ـلـ
মিম m [m] ـم ـمـ
নুন n [n] ـن ـنـ
ৰাৰ w / ū / ow [v] / [uː] / [o] / [ow] / [oː] (দারি ভাষায়) ـو ـو* و* و
হে(-য়ে দো-চেশ্ম) h [h] ـه ـهـ هـ
য়ে y / ī / á [j] / [i] / [ɒː] / [eː] (দারি ভাষায়) ـیـ

বিশেষ বর্ণসমূহ[সম্পাদনা]

অন্যান্য অক্ষরসমূহ[সম্পাদনা]

ফার্সি লিপি ব্যবহারকারী ভাষাসমূহ[সম্পাদনা]

বর্তমানে ব্যবহৃত হচ্ছে এমন ভাষাসমূহ[সম্পাদনা]

পূর্বে ব্যবহৃত হতো এমন ভাষাসমূহ[সম্পাদনা]

পূর্বে বেশকিছু ভাষায় ফার্সি আরবি লিপি ব্যবহার করা হতো, তবে পরবর্তীতে এই ভাষাগুলোতে অন্যন্য লিপি ব্যবহার করা হচ্ছে।


আরবি ভিত্তিক অন্যান্য বর্ণসমূহ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]