ফায়ার অ্যান্ড ব্লাড (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফায়ার অ্যান্ড ব্লাড
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকজর্জ আর. আর. মার্টিন
মূল শিরোনামইংরেজি: Fire & Blood
অঙ্কনশিল্পীডগ হুইটলি
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধারাবাহিকআ সং অব আইস অ্যান্ড ফায়ার
ধরনকাল্পনিক
প্রকাশকব্যান্টাম স্পেক্ট্রা
প্রকাশনার তারিখ
২০ নভেম্বর ২০১৮[১]
পৃষ্ঠাসংখ্যা৭৩৬
আইএসবিএন৯৭৮-১-৫২৪-৭৯৬২৮-০

ফায়ার অ্যান্ড ব্লাড (ইংরেজি: Fire & Blood, অনুবাদ'আগুন ও রক্ত') মার্কিন লেখক জর্জ আর. আর. মার্টিন রচিত কল্পনাধর্মী মহাকাব্যিক উপন্যাস।[২] এতে তার রচিত আ সং অব আইস অ্যান্ড ফায়ার উপন্যাস ধারাবাহিকের টারগেরিয়ান বংশের ইতিহাস বর্ণিত হয়েছে।[৩] ধারাবাহিকটি সম্পন্ন করার পর এটি প্রকাশ করার পরিকল্পনা ছিল, কিন্তু গল্পের উপাদান অনেক বেড়ে যাওয়ার ফলে মার্টিন ইতিহাসটি দুই খণ্ডে প্রকাশের অভিপ্রায় ব্যক্ত করেন। প্রথম খণ্ড ২০১৮ সালের ২০শে নভেম্বর প্রকাশিত হয়।[১]

প্রথম খণ্ডের দ্বিতীয় অংশ এইচবিওর ধারাবাহিক গেম অব থ্রোনস-এর পূর্ববর্তী পর্ব হাউজ অব দ্য ড্রাগন-এ উপযোগ করা হয়।

উপযোগকরণ[সম্পাদনা]

এইচবিওর ধারাবাহিক গেম অব থ্রোনস-এর পূর্ববর্তী পর্ব হাউজ অব দ্য ড্রাগন ফায়ার অ্যান্ড ব্লাড থেকে উপাদান নিয়ে নির্মাণ করা হয়। এতে দ্য ডাইং অব ড্রাগনস থেকে লেখনী নেওয়া হয় যেখানে ড্যান্স অব ড্রাগনস গৃহযুদ্ধ দেখানো হয়। ধারাবাহিকটি প্রযোজনা করেন মার্টিন, ভিন্স গেরার্ডিস, রায়ান কোন্ডালমিগেল সাপোশনিক[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Not a Blog: Fire & Blood: On The Way (April 25th, 2018)
  2. মার্টিন, জর্জ আর. আর. (১২ মার্চ ২০১৪)। "The Rogues Are Coming..."। নট আ ব্লগ। মার্চ ১৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২লাইভজার্নাল-এর মাধ্যমে। 
  3. মার্টিন, জর্জ আর. আর. (২ ডিসেম্বর ২০১৩)। "The Dangerous Women Are Coming"। নট আ ব্লগ। নভেম্বর ৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২লাইভজার্নাল-এর মাধ্যমে। 
  4. প্যাটেন, ডমিনিক; অ্যান্ড্রিভা, নেলি (২৯ অক্টোবর ২০১৯)। "'Game Of Thrones' Prequel House of the Dragon Gets Straight To Series Order From HBO"ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]