ফাতেমা নিজাম
ব্যক্তিগত তথ্য | |
---|---|
স্থানীয় নাম | فاطمة نظام |
জাতীয় দল | বাহরাইন |
ক্রীড়া | |
দেশ | বাহরাইন |
ক্রীড়া | প্যারালিম্পিক অ্যাথলেটিক্স |
অক্ষমতা | পা ছাড়াই জন্মগ্রহণ করেন এবং উভয় হাতে তিনটি করে আঙ্গুল কম আছে |
অক্ষমতার শ্রেণি | এফ৫৩ |
বিভাগ | |
পদকের তথ্য |
ফাতেমা নিজাম (আরবি: فاطمة نظام) একজন বাহরাইনি প্যারালিম্পিক মল্লক্রীড়াবিদ, যিনি চাকতি, বর্শা ও গোলক নিক্ষেপে পারদর্শী। তিনি গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে পদক জয়ী প্রথম বাহরাইনি নারী। প্যারালিম্পিক ছাড়াও বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান প্যারা গেমসে তিনি বাহরাইনের হয়ে পদক জয় করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]ফাতেমা ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত প্যারালিম্পিক গেমসে চাকতি নিক্ষেপে অংশগ্রহণ করেন। সেটিই ছিল প্যারালিম্পিকে তার প্রথম অংশগ্রহণ। এরপর ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে তিনি চাকতি নিক্ষেপ ও বর্শা নিক্ষেপে অংশ নেন। ২০১৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত আইপিসি অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি বাহরাইনের হয়ে গোলক নিক্ষেপে অংশ নেন।[১]
ফাতেমা প্রথম প্যারালিম্পিক পদক জয় করেন ২০১৬ সালে। ব্রাজিলের রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত সেই প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইনের পতাকা বহন করেছিলেন তিনি। মেয়েদের গোলক নিক্ষেপ এফ৫৩ ইভেন্টে ৪.৭৬ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করে স্বর্ণপদক জয় করেন তিনি। তার আগে কোনো বাহরাইনি নারী প্যারালিম্পিকে পদক জয় করতে পারেনি।[২][৩]
২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গোলক নিক্ষেপ ইভেন্টে তিনি স্বর্ণপদক পান। পরের বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে অংশ নিয়ে রৌপ্য পদক পান তিনি।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Fatema Nedham"। paralympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "Bahrain's Fatema Nedham clinches gold in shot put"। gulfnews.com (ইংরেজি ভাষায়)। গালফ নিউজ। ১৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "Want to help women with disabilities: Deepa Malik"। timesofindia.com (ইংরেজি ভাষায়)। টাইমস অব ইন্ডিয়া। ১৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ এচেলস, ড্যানিয়েল (২২ জুলাই ২০১৭)। "Brazil's Ferreira dos Santos breaks another world record at World Para Athletics Championships"। ইনসাইড দ্য গেমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির ওয়েবসাইটে ফাতেমা নিজাম
- IPC athlete template with ID উইকিউপাত্তের মত একই
- জীবিত ব্যক্তি
- বাহরাইনের প্যারালিম্পিক ক্রীড়াবিদ
- ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে পদক বিজয়ী
- বাহরাইনের হয়ে প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী
- মহিলা ডিস্ক নিক্ষেপকারী
- মহিলা বর্শা নিক্ষেপকারী
- ২০০৮ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- মহিলা চাকতি নিক্ষেপকারী