ফাটাকেষ্ট (চলচ্চিত্র ধারাবাহিক)
অবয়ব
ফাটাকেষ্ট | |
---|---|
পরিচালক | স্বপন সাহা |
প্রযোজক | |
চিত্রনাট্যকার | এন.কে.সলিল |
শ্রেষ্ঠাংশে | মিঠুন চক্রবর্তী সৌমিত্র চ্যাটার্জি |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ফাটাকেষ্ট হলো ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র সিরিজ। এটি পরিচালনা করেন স্বপন সাহা। সিরিজটির প্রথম চলচ্চিত্র এমএলএ ফাটাকেষ্ট মুক্তি পায় ২০০৬ সালে,[১] এবং ২০০৭ সালে এর ২য় চলচ্চিত্র মিনিস্টার ফাটাকেষ্ট মুক্তি পায়।
একনজরে
[সম্পাদনা]এমএলএ ফাটাকেষ্ট (২০০৬)
[সম্পাদনা]মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭)
[সম্পাদনা]ফাটাকেষ্ট সিরিজের প্রথম দুইটি চলচ্চিত্র সফল হওয়ার কারণে, নির্মাতা তৃতীয় চলচ্চিত্র নির্মাণের জন্য অনুপ্রাণিত হয়। গণমাধ্যমের সাথে এক সাক্ষাতকারে এ সম্পর্কে অভিনেতা মিঠুন চক্রবর্তী পরবর্তী আরেকটি চলচ্চিত্র হওয়ার ইঙ্গিত দেন।[২]
কুশীলব ও চরিত্র
[সম্পাদনা]চরিত্র | চলচ্চিত্র | ||
---|---|---|---|
এমএলএ ফাটাকেষ্ট (২০০৬) |
মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭) |
ফাটাকেষ্ট দি গ্রেট ফিনিশার (TBA) | |
কৃষ্ণদেব চ্যাটার্জি ফাটাকেষ্ট |
মিঠুন চক্রবর্তী | ||
চৈতালি রায় | কোয়েল মল্লিক | ||
পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী | সৌমিত্র চ্যাটার্জি | ||
ফাটাকেষ্ট'র স্ত্রী | দেবশ্রী রায় | দেবশ্রী রায় (কেমিও) |
|
রতন বাসাক | সুমিত গাঙ্গুলি | ‘’TBA’’ | |
রণদেব পাল | রাজতাভ দত্ত | ||
দূর্জয় নাগ | ভারত কল | ||
হরিদাস পাল | শান্তিলাল মুখার্জি | ||
রাজ বর্মণ | জর্জ বেকার | ||
স্বরাষ্ট্রমন্ত্রী | দীপঙ্কর দে | ||
বিশ্বনাথ | শঙ্কর চক্রবর্তী | ||
‘’অজানা’’ | লকেট চ্যাটার্জি | ||
A goon | কৌশিক ব্যানার্জি | ||
‘’অজানা’’ | দুলাল লাহিড়ী |
ক্রু
[সম্পাদনা]পেশা | চলচ্চিত্র | ||
---|---|---|---|
এমএলএ ফাটাকেষ্ট (২০০৬) |
মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭) |
ফাটাকেষ্ট দি গ্রেট ফিনিশার film (TBA) | |
পরিচালক | স্বপন সাহা | ||
প্রযোজনা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | ||
চিত্রনাট্য | এন কে সলিল | ||
কম্পোজার | জিৎ গাঙ্গুলি | ঘোষিত হবে |
পুরস্কার
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | কারণ | পুরস্কার | মনোনীত ব্যক্তি | ফলাফল |
---|---|---|---|---|---|
২০০৬ | এমএলএ ফাটাকেষ্ট | আনন্দলোক অ্যাওয়ার্ডস | সেরা খলনয়াক | রাজতাভ দত্ত | জয়ী |
২০০৭ | মিনিস্টার ফাটাকেষ্ট | সেরা চলচ্চিত্র | মিনিস্টার ফাটাকেষ্ট | জয়ী | |
সেরা অভিনেতা | মিঠুন চক্রবর্তী | জয়ী |
প্রভাব
[সম্পাদনা]ফাটাকেষ্ট সিরিজের প্রথম চলচ্চিত্র এমএলএ ফাটাকেষ্ট "মারবো এখানে লাশ পরবে শশ্মানে" সংলাপটির জন্য খ্যাতি লাভ করে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.telegraphindia.com/1060512/asp/calcutta/story_6210806.asp ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে Filmi MLA sweeps stakes, CPM style
- ↑ http://timesofindia.com/entertainment/Bengali/movies/news/Mithuns-break-from-Bengali-films/articleshow/4613166.cms
- ↑ http://www.indianexpress.com/news/pranabmithun-noshow-at-jangipur/448334/ Pranab-Mithun no-show at Jangipur
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে এমএলএ ফাটাকেষ্ট (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মিনিস্টার ফাটাকেষ্ট (ইংরেজি)