ফাঁদ-সীমা পদ্ধতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীর্ঘ বিলযুক্ত সন্ন্যাসী (ফেথর্নিস লঙ্গিরোস্ট্রিস ব্যারোনি), দীর্ঘ দূরত্ব ওড়ার জন্য অভিযোজিত ট্র্যাপলাইনিং হামিংবার্ডের একটি প্রজাতি
রুফাস হামিংবার্ড (সেলাসফরাস রুফাস), আঞ্চলিক হামিংবার্ডের একটি প্রজাতি, ট্র্যাপলাইনিং প্রজাতির চেয়ে বেশি শক্তিশালী

ফাঁদ-সীমা পদ্ধতি নির্দিষ্ট কিছু গোত্রের অন্তর্গত নির্দিষ্ট কয়েকটি প্রজাতির পাখির শিকার ধরা বা খাদ্য আহরণের একটি পদ্ধতি। কাঠঠোকরা আর হামিংবার্ডেরা এ পদ্ধতিটি অবলম্বন করে খাদ্য আহরণ করে। এ পদ্ধতিতে পাখিরা একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থিত বাছাই করা কয়েকটি বৃক্ষ, পুষ্প অথবা স্থানের মধ্যে খাবার অনুসন্ধান করে বেড়ায়।

যেমন হামিংবার্ড মধুর খোঁজে নির্দিষ্ট কিছু ফুলগাছে ঘুরে বেড়ায়, এই গাছগুলো তাদের ফাঁদ-সীমা।

তথ্যসূত্র[সম্পাদনা]