ফরিয়াল তালপুর
ফরিয়াল তালপুর | |
---|---|
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ জুন, ২০১৩ | |
সংসদীয় এলাকা | এনএ -২০৭ (লারকানা-৪) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লারকানা, সিন্ধু, পাকিস্তান | ২৬ এপ্রিল ১৯৫৮
রাজনৈতিক দল | পাকিস্তান পিপলস্ পার্টি |
দাম্পত্য সঙ্গী | মীর মুনাওয়ার আলী |
পিতামাতা | হাকিম আলী জারদারি বিলকিস সুলতানা |
ফরিয়াল তালপুর ( উর্দু: فریال تالپور ; জন্ম ২৬ এপ্রিল, ১৯৫৮) হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০০৮ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফরিয়াল তালপুর ১৯৫৮ সালের ২৮ এপ্রিল পাকিস্তানের সিন্ধুর লারকানার নওয়াবশাহে জন্মগ্রহণ করেছিলেন[১][২] তিনি পিতা হাকিম আলি জারদারি ও মাতা বিলকিস সুলতানার কন্যা[৩] তিনি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, রাজনীতিবিদ আজরা ফজল পেচুওয়ের বোন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ননদ।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ফরিয়াল তালপুরের বিয়ে হয়েছিল মির মুনাওয়ার আলি তালপুরের সাথে। তাদের একটি কন্যা ও একটি পুত্রসন্তান ছিল। তবে পুত্রটি উনিশ বছর বয়সে আত্মহত্যা করেছে। [৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৯০-এর দশকে ফরিয়াল তালপুর তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।[৩] ১৯৯৭ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো নওয়াবশাহ আসনে (এনএ -১৬০) থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন। কিন্তু সে'বার পাকিস্তান মুসলিম লীগের (এন ) কাছে পরাজিত হয়েছিলেন। [৫]
২০০১ সালে তিনি স্থানীয় সরকার নির্বাচনে নওয়াবশাহ জেলার মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে, তিনি নওয়াবশাহের মেয়র হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Detail Information"। ২১ এপ্রিল ২০১৪। Archived from the original on ২১ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭।
- ↑ "If elections are held on time…"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ "Faryal Talpur"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৩। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১।
- ↑ "Family business"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১ মে ২০১৩। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭।